রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫

ক্বরানুল কারীমের একটি আয়াত শিখি

আসুন ক্বরানুল কারীমের একটি আয়াত শিখিঃ
আমাদের দেশের প্রায় মসজিদগুলোতে জুমুয়াহ'র দিনে নিচের এই আয়াতটা তেলাওয়াত করে খুতবা শেষ করা হয়। কিন্তু কথা হচ্ছে আমাদের কয়জনে এই আয়াতটার অর্থ জানি ও বুঝি?
_________________________
إِنَّ اللّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالإِحْسَانِ وَإِيتَاء ذِي الْقُرْبَى وَيَنْهَى عَنِ الْفَحْشَاء وَالْمُنكَرِ وَالْبَغْيِ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ 
_________________________
উচ্চারণঃ ইন্নাল্লা-হা ইয়ামুরু বিল্আদলি ওয়াল্ ইহছা-নি ওয়া ঈতা-ইযিল্ কুর্বা- ওয়া ইয়ানহা- আনিল্ ফাহশা-ই ওয়াল্ মুংকারি ওয়াল বাগই ইয়াইজুকুম্ লাআল্লাকুম তাযাক্কারূন্।
_________________________
সরল তর্জমাঃ নিশ্চয়ই আল্লাহ আদেশ করেন ন্যায় বিচার ও মানুষের সাথে ভালো আচরণ করার জন্যে, এবং আত্মীয়-স্বজনকে দান করার জন্য। আর তিনি নিষেধ করেন অশ্লীলতা, অসঙ্গত কাজ এবং অবাধ্যতা করতে। তিনি তোমাদের উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ কর।
সুরা আন-নাহলঃ ৯০।

_________________________