মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫

আরাফাহর রোযা নিয়ে গুরুত্বপূর্ণ একটি ফতোয়াঃ

আলহামদুলিল্লাহ, আরাফাহর রোযা নিয়ে গুরুত্বপূর্ণ একটি ফতোয়াঃ
প্রশ্নঃ রমযানের রোযা বাকি আছে এমন কোন ব্যক্তি কি কাযা রোযার নিয়ত করে আরাফাহর দিনে রোযা রাখতে পারবে? আর কাযা রোযার নিয়ত করলে সে কি আরাফাহর দিনে রোযা রাখার সওয়াব পাবে?
উত্তরঃ ইমাম আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ ও ইমাম মুহাম্মাদ বিন সালেহ আল-উসাইমীন রাহিমাহুল্লাহ এর ফতোয়া হচ্ছে, কোন ব্যক্তি যদি আরাফাহর দিনে কাযা রোযার নিয়ত করে রোযা রাখে তাহলে সে দুইটি সওয়াব একই সাথে পাবে, একটি হচ্ছে ফরয কাযা রোযা রাখার সওয়াব, সাথে সাথে আরাফাহর দিনে রোযা রাখার সওয়াবও সে পেয়ে যাবে (ইন শা আল্লাহ)।
রেফারেন্সঃ
১. মালেকী এবং শাফেয়ী মাযহাবের ফুকাহাদের মতামতঃ হাশিয়াত আদ-দাসুকী ৫/৯৫; হাশিয়াত আত-ইয়ানা আত-ত্বালিবিন ২/২৫২; আল-ফাতওয়া আল-ফিকহিয়া আল-কুয়াইতিয়াহ ২/৮৩.
২. মাজমু ফাতওয়া ইবনে উসায়মিন ২০/২৯.

৩. মাজমু ফাতওয়া ইবনে বাজ ১৬/৪০৬.