শনিবার, ২ আগস্ট, ২০১৪

#বেপর্দা মেয়ের জন্য দায়ী কে?


#বেপর্দা মেয়ের জন্য দায়ী কে?

আল-ফকীহ, আল্লামাহ শায়খ ইবনে উসাইমিন (রহঃ) বলেনঃ
"ছোট মেয়েদের সংক্্ষিপ্ত পোশাক পড়ানো ঠিক নয়, কারণ এতে তারা এই পোশাক পড়তেই অভ্যস্ত হয়ে যাবে।"
ফাতওয়া আল-মারয়াহঃ ১৯/২৬৬।


মন্তবতঃ আমাদের দেশের শতকরা ৯০% মেয়েই বেপর্দা, বেহিজাবী সম্ভবত তার বড় একটা কারণ, তাদের বাবা মা ছোটবেলায় সংক্্ষিপ্ত পোশাক পড়িয়ে তাদের লাজ-লজ্জার অনুভূতিটুকু নষ্ট করে দিয়েছে অথচ লজ্জা-শরম ঈমানের গুরুত্বপূর্ন একটা অংগ। এইজন্য মুসলিম নারীদের অলংকার হিজাব-পর্দার কথা শুনলে তাদের এলার্জি শুরু হয়ে যায়। যাইহোক, সাবালিকা হওয়ার পরে জান্নাত/জাহান্নাম ব্যক্তিগত চয়েজ। বাবা-মা শিক্ষা দেয় নাই এইরকম কোন অজুহাত গ্রহণ্যোগ্য নয়।