সোমবার, ২৫ আগস্ট, ২০১৪

প্রসংগঃ নিকাব

প্রসংগঃ নিকাব
গায়ের মাহরাম পুরুষদের সামনে নারীদের জন্য #নেকাব পড়া বা মুখ ঢাকা ওয়াজিব, এই কথার প্রমান হচ্ছেঃ
=> ক্বুরানুল কারীমের আয়াত (সুরা নূর ও সুরা আহজাব, তাফসীর ইবনে কাসীর)।
=> অসংখ্য সহীহ হাদীস, যার মাঝে একটা হচ্ছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ নারীদের পুরোটাই আওড়াহ, ও মা আয়িশাহ (রাঃ) এর বর্ণনা, সাহাবীয়ারা ইহরাম অবস্থাতেও আজনাবী পুরুষদের সামনে মুখ ঢেকে রাখতেন, যদিও ইহরাম অবস্থায় তাঁদের জন্য নিকাব পড়া নিষিদ্ধ ছিলো (তারা নিকাব না পড়ে অন্য একটি কাপড় দিয়ে মাথার উপর থেকে মুখ ঢেকে রাখতেন)।
=> প্রাচীন কালের আলেমদের মাঝে ইমাম মালেক, ইমাম শাফেয়ী ও ইমাম আহমাদ, ইমাম ইবনে তাইমিয়্যা, ইমাম ইবনে কাসীর এর ফতোয়াসহ সমস্ত মুফাসসিরগণ এই মতের পক্ষে।

=> আধুনিক কালের সমস্ত আলেম যেমন শায়খ আব্দুর রহমান ইবন সাদী, মুহাম্মাদ ইবনু ইবরাহীম আলে আশ-শায়খ, মুহাম্মাদ আল-আমীন আশ-শানকীতী, শায়খ বিন বাজ, শায়খ ইবনে উসাইমিন, শায়খ ইবনে জিব্রীন, শায়খ বাকর বিন আবু জায়েদ, শায়খ ফাওজান সহ আরো বহু আলেম। আমার জানামতে আধুনিক যুগের একজন মাত্র আলেম, আল্লামাহ নাসির উদ্দীন আলবানী নিকাব পড়াকে মোস্তাহাব বলেছেন, কিন্তু তাঁর এই ফতোয়া পক্ষের দলীলগুলো অন্য আলেমরা গ্রহণ করেন নি বরং বিরোধীতা করেছেন।