শনিবার, ২৩ আগস্ট, ২০১৪

ফাজিল আমল

দেখুন তাবলীগ জামাতের #ফাযায়েলে_হজ্জ নামক বইয়ে কিভাবে মাযার পূজার শিক্ষা দিয়ে সাধারণ মানুষকে পথভ্রষ্ট করা হচ্ছে। তাই সাবধান এদের পাগড়ি, যুব্বা আর মিষ্টি মিষ্টি কথা শুনে ধোখা খাবেন না।

১. ক্ষুধার্থ একব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহর আলাইহি ওয়া সাল্লাম এর কবরের পার্শ্বে গিয়ে খাদ্যের আবেদন করে ঘুমিয়ে পড়লেন। সেই অবস্থায় তার নিকট রুটি আসল, ঘুমন্ত অবস্থায় ঐ ব্যক্তি অর্ধেক রুটি খাওয়ার পর জাগ্রত হয়ে বাকী অর্ধেক রুটি খেলেন।
ফাযায়েলে হ্জ্জ, পৃ:১৫৫-১৫৬।

২. জনৈক মহিলা তিন জন খাদেম কর্তৃক মার খাওয়ার পর রাসূল সাল্লাল্লাহুআলাইহি ওয়া সাল্লাম এর কবরের পার্শ্বে গিয়ে বিচার প্রার্থনা করলে, আওয়াজ আসল ধৈর্য ধর, ফল পাবে। এর পরেই অত্যাচারী খাদেমগণ মারা গেল।
ফাযায়েলে হজ্জ, পৃ: ১৫৯।

. অর্থাভাবে বিপন্ন এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহর আলাইহি ওয়া সাল্লাম এর কবরের পার্শ্বে হাজিরহয়ে সাহায্যের প্রার্থনা করায় তা কবুল হল। লোকটি ঘুমথেকে জাগ্রত হয়ে দেখতে পেল যে, তারহাতে অনেকগুলো দিরহাম।
ফাযায়েলে হজ্জ, পৃ: ১৬২-৬৩।

৪. মদীনার মসজিদে আযান দেয়া অবস্থায় এক খাদেম মুয়াজ্জেমকে প্রহার করায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহর আলাইহি ওয়া সাল্লাম এর কবরের পার্শ্বে গিয়ে বিচার প্রার্থনা করল। প্রার্থনার তিনদিন পরই ঐ খাদেম মরা গেল।
ফাযায়েলে হ্জ্জ, পৃ:১৬২-৬৩।

৫. জনৈক অসুস্থব্যক্তি চিকিৎসায় ব্যর্থ হওয়ায় ঐ ব্যক্তির আত্মীয় (করডোভার এক মন্ত্রী) রোগ্যের আবেদন করে হুজুরের (সাল্লাল্লাহর আলাইহি ওয়া সাল্লাম) এর কবরে পাঠ কার জন্য অসুস্থ ব্যক্তিকে পত্রসহ মদীনায় প্রেরণ করে। কবরের পার্শ্বে পত্র পাঠ করার পরেই রোগীর আরোগ্য লাভ হয়ে যায়।
ফাযায়েলে হজ্জ, পৃ: ১৬৭।

৬. কোন ব্যক্তি হুজুরের রওজায় আরজ করায় রওজা হতে হুজুরের হস্ত মোবারক বেরহয়ে আসলে উহা চুম্বনকরে সে ধন্য হল। নব্বই হাজার লোক উহা দেখতে পেল।

---------------------------------------------------------------