শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৪

এক লোক দাঁড়ি রাখেনা, সে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে।


শায়খ ফাওজানকে ফোন করে একজন বোন প্রশ্ন করেন, এক লোক দাঁড়ি রাখেনা, সে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। দাঁড়ি না রাখার কারণে তিনি তার বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

এটা শুনের শায়খ ফাওজান বললেনঃ সে ঠিক কাজই করেছে। কারণ, দাঁড়ি রাখার মতো গুরুত্বপূর্ণ একটা ব্যপারকে যে অবহেলা করে তার মানে সে দ্বীনের অন্য ব্যপারগুলোতেও গাফিলতি করবে। আর এর থেকে যে ছেলে-মেয়েগুলো হবে তারাও সেই রকমই হবে। তাই একে বিয়ে না করে অপেক্ষা করা উচিত, এর প্রস্তাব ফিরিয়ে দিলে আল্লাহ এর থেকে ভালো কাউকে দেবেন।

ফতোয়ার লিংক -
https://www.youtube.com/watch?v=vLUaq01g8QQ


***ভাই একটু চিন্তা করুন। আলেমরা হচ্ছেন নবী রাসুলদের ওয়ারিশ। শায়খ ফাওজানের মতো একজন যুগশ্রেষ্ঠ আলেম ও ফকীহ উপদেশ দিয়েছেন, দাঁড়ি না রাখলে তাকে বিয়ে না করে অন্য কারো অপেক্ষা করতে। আর আপনি দাঁড়ি রাখাকে হালকা বিষয় মনে করছেন?