বুধবার, ১৫ এপ্রিল, ২০১৫

পহেলা বৈশাখের ‘হারামি’ অনুষ্ঠানে কলঙ্কিত টিএসসি

পহেলা বৈশাখের হারামি অনুষ্ঠানে কলঙ্কিত টিএসসিঃ প্রকাশ্যে নারীদেরকে বিবস্ত্র করে শ্লীলতাহানী
১৫ই এপ্রিল, ২০১৫। 
পহেলা বৈশাখ নামক বাংগালী পূজার ব্যপারে দ্বীনি ভাই ও বোনদেরকে সতর্ক করার উদ্দেশ্যে গত রবিরাব সন্ধ্যায় আমি একটা পোস্ট করি, যেখানে আমি ১৩ টা পয়েন্ট উল্লেখ করেছিলাম, মুসলমানদের জন্য পহেলা বৈশাখ উদযাপন করা কেনো জায়েজ হবেনা। সেই পোস্টের লিংক
https://www.facebook.com/Back.to.Allah.bangla/posts/1171414532891292
আমি লিখেছিলামঃ ভীড়ের মাঝে লম্পট যুবকদের নারীদের গায়ে হাত দেওয়া ও তাদের ইজ্জত হরণ করা। বোকা মেয়েগুলো পহেলা বৈশাখের ফূর্তি করতে গিয়ে লম্পটদের অত্যাচারের শিকার হয়।
সর্বশেষ, গতকাল পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী উদ্যান ও টিএসসির সামনে একদল লম্পট ছেলে কিছু মেয়েদের বিবস্ত্র করে তাদের ভিডিও ধারন করে। এসময় অসহায় মেয়েরা চিৎকার চেঁচামেচি করে সাহায্য চাইলে উচ্চস্বরে ভুভুজেলা বাজানো হয় যাতে কেউ বুঝতে না পারে।
ইসলাম না মেনে যারা প্রবৃত্তির অনুসরণ করে, তাদের কেউ কেউ এভাবেই দুনিয়ার জীবনে লাঞ্চিত ও অপমানিত হয়। এ অবস্থা রোধ করার জন্যে প্রয়োজনঃ
১. অশ্লীলতা ও বেহায়াপনাকে উস্কে দেয় এমন সমস্ত হারাম অনুষ্ঠান নিষিদ্ধ ঘোষণা করে বন্ধ করে দেওয়া।
২. যুবকদেরকে ইসলামী আদর্শে গড়ে তোলা ও বিজাতীয় অপসংস্কৃতির নোংরা ছোবল থেকে তাদেরকে বের করে আনা। 
৩. নারীদের কঠোর হিজাব-পর্দার মাঝে নিয়ে আসা, তাদের অরক্ষিত ও অনিয়ন্ত্রিত চলাফেরা বন্ধ করার উদ্যোগ নেওয়া।

৪. ক্বুরান ও সুন্নাহর শিক্ষা চালু করে নর-নারীদেরকে পরকালমুখী জীবনের দিকে ফিরিয়ে আনা।