প্রশ্নঃ
রোযা অবস্থায় মুখে লালা বেশি আসে আর বারবার থুথু ফেলতে হয়। এমন অবস্থায় নামাযে কি করণীয়।
উত্তরঃ
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। রোযা অবস্থায় কখনো মুখে লালা জমাবেন
না, নামাযের ভেতরেই হোক বা বাইরে। এটা আসলে অভ্যাসের ব্যপার, একবার থুথু ফেলা শুরু
করলে শয়তান এসে অন্তরে বারবার ওয়াসওয়াসা দিতে থাকে, যার ফলে ক্রমাগত থুথু আসতেই থাকে
এবং আপনি ফেলতেই থাকেন। রোযা অবস্থায় এভাবে শরীর থেকে পানি ও মিনারেলসগুলো বেরিয়ে গেলে
পানিশূন্য হয় শরীর দুর্বল হয়ে যাবে। মনে রাখবেন, অল্প থুথু বা লালা গিলে ফেললে রোযা
ভাংগেনা। তাই নেক্সট রোযা থেকে অল্প লালা আসা মাত্র গিলে ফেলবেন, এইভাবে আস্তে আস্তে
অভ্যস্ত হবেন, যাতে করে রোয়া রাখা অবস্থায় লালা আসার বদ অভ্যাস দূর হয়। আর লালা আসছে
নাকি না আসছে এইগুলো নিয়ে চিন্তা করলে আরো বেশী লালা আসবে। তাই এইগুলো নিয়ে আপনি চিন্তাই
করবেন না, আস্তে আস্তে প্র্যাক্টিস করে যেমন এমনিতে রোযা ছাড়া নামায পড়লে মুখে লালা
আসেনা, ঠিক তেমনি রোযা অবস্থায়ও যাতে মুখে লালা বেশি না আসে, শরীরকে সেইভাবে আয়ত্ত
করতে হবে। তবে কফ গিলে ফেলবেন না, নামাযের ভেতরে হলে আর পাশে কেউ না থাকলে বাম দিকে
অথবা পায়ের নিচে ফেলে দিতে পারেন, তবে কখনোই সামনের দিকে ফেলবেন না। আল্লাহ তোওফিক
দান করুন,আমিন।