কোন ব্যক্তির সামনা সামনি তার প্রশংসা করা ঠিকনা, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম এই কাজটা কঠোরভাবে নিষেধ
করেছেন। তিনি বলেছেন,
“কারো সামনে তার প্রশংসা করা তার পিঠে ছুরি
মারা বা তার গলা কেটে ফেলার সমান।”
[আদাবুল মুফরাদঃ ৩৩৫]
অন্য হাদীসে তিনি বলেছেনঃ “কেউ
তোমাদের সামনা সামনি প্রশংসা করলে তার মুখে তোমরা পাথর ছুঁড়ে মারো।” [আদাবুল মুফরাদঃ ৩৪০]
কারো সামনা সামনি প্রশংসা করা অপছন্দনীয় কারণ হচ্ছে, এতে মানুষের মনে অহংকার
জন্ম নেয়। প্রশংসার কারণে ভবিষ্যতে তার অন্তরে ‘রিয়া’ ঢুকে যেতে পারে। সে মানুষের
প্রশংসা পাওয়ার জন্য নেক আমল করা শুরু করবে, আর প্রশংসা
সম্মান বা খ্যাতি না পেলে কষ্ট পাবে, কারণ তার উদ্দেশ্য
শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি না হয়ে অন্যের সুনাম পাওয়ার লোভ মিক্সড থাকবে। জন্য
আবার তার আমলের উন্নতি হওয়া বন্ধ হয়ে যাবে, কারণ মানুষের।
আবার প্রশংসা পেয়ে সে বর্তমান আমল নিয়েই সন্তুষ্ট হয়ে যাবে। আমল আরো সুন্দর করা বা
বেশি করার চেষ্টা বন্ধ করে দিবে। এটা মারাত্মক একটা ক্ষতি একজন মানুষের জন্য।
আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন।