শুক্রবার, ১৫ মে, ২০১৫

কেয়ামতের ভূমিকম্প কি ভয়ংকর ব্যপার!!

কেয়ামতের ভূমিকম্প কি ভয়ংকর ব্যপার!!
রিখটার স্কেলে সামান্য ৭-৮ মাত্রার ভূমিকম্পের ক্ষয়-ক্ষতিকেই মানুষ কত ভয় করে! অথচ, কেয়ামতের সময় এতো মারাত্মক ভূমিকম্প হবে যে সারা পৃথিবী এর ফলে ধ্বংস হয়ে যাবে, কিন্তু মানুষ সে ব্যপারে মানুষ বড়ই বেখবর!!
___________________________
কেয়ামত কবে হবে, এনিয়ে ক্বুরানুল কারীমে বলা হয়েছেঃ
বিসমিল্লাহ-হির রাহমানির রাহীম।
কেয়ামত খুব কাছে চলে এসেছে এবং চাঁদ দুই ভাগ হয়েছে।
সুরা আল-ক্বামারঃ ১।
___________________________
কেয়ামতকে ভয় করা আল্লাহ তাআলার নির্দেশঃ
তোমরা ঐ দিন (কেয়ামতকে) ভয় কর, যে দিন তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে। অতঃপর প্রত্যেকেই তার কর্মের ফল পুরোপুরি পাবে এবং তাদের প্রতি কোন রকম অবিচার করা হবে না।
সুরা আল-বাক্বারাহঃ ২৮১।
___________________________
কেয়ামতের ভয়াবহতা কত মারাত্মক হবেঃ
হে মানুষেরা! তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় কর। নিশ্চয় কেয়ামতের প্রকম্পন একটি ভয়ংকর ব্যাপার। যেদিন তোমরা তা প্রত্যক্ষ করবে, সেদিন প্রত্যেক স্তন্যধাত্রী তার দুধের শিশুকে ভুলে যাবে আর প্রত্যেক গর্ভবতী নারী তার গর্ভপাত করবে এবং মানুষকে তুমি দেখবে তারা যেন মাতাল; অথচ তারা মাতাল নয় প্রকৃতপক্ষে আল্লাহর আযাব অত্যন্ত কঠিন।
সুরা আল-হাজ্জঃ ১-২।
___________________________
সর্বশেষ, সুরা যিলযালের সরল তর্জমাঃ
বিসমিল্লাহ-হির রাহমানির রাহীম।
১. যখন পৃথিবীকে প্রচন্ড ভূমিকম্পে প্রকম্পিত করা হবে,
২. যখন সে তার বোঝা বের করে দেবে।
৩. আর মানুষ তখন বলবে, এর কি হল?
৪. সেদিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে,
৫. কারণ, আপনার পালনকর্তা তাকে সেই আদেশ করবেন।
৬. সেই (কেয়ামতের) দিন মানুষ বিভিন্ন দলে বের হবে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয়।
৭. অতঃপরঃ কেউ অণু পরিমাণ সৎকর্ম করলে সে তা দেখতে পাবে,
৮. এবং কেউ অণু পরিমাণ খারাপ কাজ করলে, সে তাও দেখতে পাবে।
সুরা আল-জিলজাল।
___________________________

#আনসারুস_সুন্নাহ