প্রতিদিন ৫ ওয়াক্ত ফরয সালেতের আযানে
মোট ১০বার করে ঘোষণা করা হয়,
“হাইয়্যা আ’লাল ফালাহ”
- আসো, তোমরা কল্যানের দিকে
আসো।
অথচ, কোটি কোটি মুসলমান
যারা নিজেদেরকে ঈমানদার, মুসলমান দাবী করে, কিন্তু ঈমান কি; ইসলাম কি তা জানেনা, তারা চিরস্থায়ী কল্যান (সালাতকে) বাদ দিয়ে দুনিয়াবী সাময়িক কল্যানের দিকে
ছুটে বেড়ায়। এমন লোকদের সম্পর্কে সুরা মারিয়মে মহান আল্লাহ তাআলা বলেন,
“অতঃপর তাদের পরে এল
কিছু অপদার্থ শ্রেণীর লোক, যারা তাদের সালতকে নষ্ট করল এবং কুপ্রবৃত্তির
অনুসারী হল। তারা অচিরেই তাদের পথভ্রষ্টতার ফল ভোগ করবে। কিন্তু তারা ব্যতীত,
যারা তওবা করে, ঈমান আনে এবং সৎ আমল করে। তারা
জান্নাতে প্রবেশ করবে এবং তাদের উপর কোন জুলুম করা হবেনা।”
[সুরা মারিযামঃ ৫৯-৬০]