সোমবার, ৪ মে, ২০১৫

বিষয়ঃ নারীদের হিজাব-পর্দা কি?

বিষয়ঃ নারীদের হিজাব-পর্দা
শরিয়াহ অনুযায়ী স্বাধীন মুমিনাহ নারীরা যদি উপযুক্ত কারণে বাইরে বের হয় তাহলে গায়ের মাহরাম পুরুষদের সামনে তাদের জন্য ফরয হচ্ছে বোরখা অথবা এমন লম্বা চাদর যা দিয়ে সম্পূর্ণ শরীর ঢাকে তা পরিধান করা। এসময় তারা তাদের জিলবাবের একটা অতিরিক্ত অংশ দিয়ে নিজেদের মুখ ও বুক ঢেকে রাখবে। [বিস্তারিত দেখুন সুরা নূর ও সুরা আহজাবের তর্জমা ও তাফসীর]। এ হচ্ছে শরিয়াহ সম্মত হিজাব-পর্দা, যা প্রত্যেক সাবালিকা মুসলিম নারীর জন্য ফরয। বর্তমানে মুসলমানরা দুর্বল থাকায় নিয়মিত জিহাদ হচ্ছেনা,যার ফলে যুদ্ধবন্দী দাস-দাসী নেই। কিন্তু জেনে রাখা ভালো, দাসী-বাদী নারীদের জন্য হিজাব-পর্দার এই বিধান প্রযোজ্য নয়। মুসলিম পুরুষদের জন্য ফরয হচ্ছে নিজেদের স্ত্রী-কন্যা ও অধীনস্থ নারীদেরকে ইসলাম শিক্ষা দেওয়া এবং তাদেরকে হিজাব-পর্দা করতে আদেশ করা। যারা এই দায়িত্ব পালন করবেনা তারা গুনাহগার হবে। আমাদের দেশের অধিকাংশ নারীরাই হিজাব-পর্দা করেনা। হাতে গোনা যে ২-৪জন নারী পর্দা করে তাদের মাঝে অনেকেরই হিজাব-পর্দা হচ্ছে নিজেদের মনগড়া আবিষ্কার অথবা ত্রুটিপূর্ণ, যার ফলে হিজাব-পর্দার মূল উদ্দেশ্যই নষ্ট হচ্ছে। যেই সমস্ত ভাইয়েরা তাদের ঘরের নারীদেরকে খোলামেলা ছেড়ে দিয়েছেন তাদের কাছে অনুরোধ, আপনার ঘরের নারীরা স্বাধীন, তাদেরকে দাসী-বাদীর মতো করে রাখবেন না। নারীদেরকে যোগ্য সম্মান ফিরিয়ে দিন।
#আনসারুস_সুন্নাহ

বিঃদ্রঃ দয়া করে সবাই শেয়ার করুন, অন্যদেরকেও জানার সুযোগ করে দিন।