রবিবার, ৩১ মে, ২০১৫

‘শবে বরাত’ এর রোযা সম্পর্কে বিস্তারিত

আজ ১৩ই শাবান, ১৪৩৬ হিজরী।
___________________________
প্রতি মাসের ১৩, ১৪ ও ১৫ এই তিন দিন রোযা রাখা মোস্তাহাব, যাকে আইয়ামে বীজ এর রোযা বলা হয়।আইয়ামে বীজ এর রোযা সম্পর্কে বিস্তারিত জানার জন্যে আমাদের এই পোস্ট দেখুন
___________________________
***প্রত্যেক মাসে তিনটি করে রোযা রাখা মুস্তাহাবঃ
https://www.facebook.com/Back.to.Allah.bangla/photos/a.130928300273259.14132.125167817515974/746199228746160/
___________________________
রমযানের প্রস্তুতি হিসেবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শাবান মাসে বেশি বেশি নফল রোযা রাখতেন। সেই সুন্নাহ হিসেবে কেউ ইচ্ছা করলে শাবান মাসের এই তিন দিন রোযা রেখে অনেক সওয়াব অর্জন করতে পারেন। উল্লেখ্য, শবে বরাত উপলক্ষ্যে রোযা রাখা ও সারা রাত নফল রোযা রাখার বিধান কোন একটি সহীহ হাদীস দ্বারা প্রমানিত হয়নি, এ সম্পর্কে সবগুলো হাদীস জাল নয়তো জয়ীফশবে বরাত সম্পর্কে বিস্তারিত জানার জন্যে আমাদের এই পোস্ট দেখুন
___________________________
প্রশ্নঃ শাবানের মধ্যরাত্রি বা শবে বরাত উদযাপন করা যাবে কি?
http://ansarus-sunnah.blogspot.com/2014/06/blog-post_413.html
___________________________
সুতরাং আপনারা যারা রোযা রাখতে ইচ্ছুক, তারা শাবান মাসের আইয়ামে বীজ এর রোযার নিয়তে রোযা রাখবেন, শবে বরাতের রোযা এমন নিয়ত করবেন না। আর ১৫ই শাবান উপলক্ষ্যে সারা রাত জেগে নফল নামায পড়ার কোন দলিল নেই। সুতরাং, যার ইচ্ছা যে কোন দিন তাহাজ্জুদ এর নামায পড়বেন, কোন বাঁধা-ধরা নিয়ম নেই। কিন্তু শবে বরাতকে উপলক্ষ্য করে সারা রাত জেগে নফল নামায পড়ার বিধান ক্বুরান ও সুন্নাহয় নেই।
___________________________
আগামী কাল ঢাকায় সাহরীর শেষ সময়ঃ ৩:৪০ মিনিট এবং ইফতার শুরুঃ ৬:৪১ মিনিটে। 
___________________________
[এ সম্পর্কিত কারো কোন প্রশ্ন থাকলে বলুন]
___________________________
বিনীত,

আনসারুস সুন্নাহ