কিতাব আত-তাওহীদ
-
শায়খুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওহহাব (রহঃ)
=>
রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন,
"যে ব্যক্তি গাইরুল্লাহর নামে কসম করলো, সে শিরক অথবা
কুফুরী করলো।"
*গাইরুল্লাহ অর্থ হচ্ছে - আল্লাহ ছাড়া অন্য কারো নামে। যেমন নিজের বা
ছেল-মেয়ের মাথা ছুয়ে কসম করা, মাটি বা শহীদের রক্তের শপথ করা
ইত্যাদি।
=>
যে ব্যক্তি যুগ বা সময়কে গালি দিলো সে আল্লাহর সাথে অন্যায় করলো।
কারণ যুগ বা সময়, দিন ও রাতের আবর্তন আল্লাহ তায়ালাই করেন।
=>
রাসুল (সাঃ) বলেছেন,
"তোমরা বাতাসকে গালি দিওনা।"
এই হাদীস অনুসারে প্রচন্ড ঠান্ডা অথবা গরম পড়লে, অতিবৃষ্টি বা অনাবৃষ্টি,
বিরূপ আবাহাওয়াকে গালি দেওয়া যাবেননা। কারণ এইগুলো আল্লাহ তায়া'লা নির্ধারণ ও নিয়ন্ত্রন করেন। এমন অবস্থায় পাপের জন্য তোওবা করতে হবে।
=>
ভোর বেলায় মোরগ ডাকলে তাকে গালি দেওয়া যাবেনা, কারণ মোরগ রহমতের ফেরেশতাদের দেখে ডাকে। মোরগের ডাক শুনলে এই দুয়া পড়া
সুন্নতঃ
"আল্লাহুম্মা ইন্নি আস আলুকা মিং ফাজলিকা"
অর্থঃ হে আল্লাহ! নিশ্চয়ই আমি তোমার কাছে তোমার অনুগ্রহ প্রার্থনা করিতেছি।
#আনসারুস_সুন্নাহ