বুধবার, ২০ মে, ২০১৫

বিয়ে করার বিধান কি?

প্রশ্নঃ আসসালামু আলাইকুম। কেমন আছেন?আমার প্রশ্ন হচ্ছে,
ক. বিবাহ করার বিধান কি? ফরজ না সুন্মত???
খ. আমি যদি বিবাহ করার জন্য দীনদার মেয়ে খুঁজে না পাই, তখন বেদ্বীন মেয়ে বিবাহ করব, নাকি বিবাহ করা থেকে বিরত থাকব???
জানালে উপকৃত হব!!
______________________
উত্তরঃ ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন?
______________________
ক. বিয়ে করার বিধান কয়েক প্রকারঃ
১. যার বিয়ে করার সামর্থ্য আছে কিন্তু বিয়ে না করলে তার চরিত্র নষ্ট হয়ে অবৈধ সম্পর্কে ও জিনায় লিপ্ত হবে, তার জন্য বিয়ে করা ফরয।
২. যার বিয়ে করার সামর্থ্য আছে কিন্তু বিয়ে না করলেও চরিত্র ঠিক থাকবে তার জন্য বিয়ে করা সুন্নাহ অথবা মুস্তাহাব। তার বিয়ে করা উচিত।
৩. যার বিয়ে করার সামর্থ্য নেই, স্ত্রীর হক্ক আদায় করতে পারবেনা তার জন্য বিয়ে করা হারাম।
______________________
খ. দ্বীনদার কাউকে খুঁজে না পেলে আরো খুজতে হবে এবং তার জন্য আল্লাহর কাছে দুয়া করতে হবে। দ্বীনদার স্বামী/স্ত্রী না পাওয়া পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। একটা বেদ্বীন স্বামী অথবা স্ত্রী কারো জীবন নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ঠ। সুতরাং, অভিশপ্ত প্রেম-ভালোবাসার খপ্পরে পড়ে, রূপ-সৌন্দর্য, ধন-সম্পদ দুনিয়াবী শিক্ষা-দীক্ষার ধোকায় পড়ে কোন ফাসেক ও বেদ্বীনকে বিয়ে করা ঠিক নয়। এতে অনেক ফাসাদ রয়েছে।

______________________