সোমবার, ১৮ মে, ২০১৫

প্রসংগঃ শায়খ রাবী বিন হাদী আল-মাদখালী হা’ফিজাহুল্লাহ

প্রসংগঃ শায়খ রাবী বিন হাদী আল-মাদখালী হা’ফিজাহুল্লাহ
শায়খ রাবী একজন প্রবীন আলেম, যার প্রশংসা করে তাঁর কাছ থেকে ই’লম নেওয়ার জন্য রেকমেন্ড করেছেন এমন পূর্ববর্তী ওলামাদের মাঝে রয়েছেন,
১. ইমাম আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ
২. ইমাম নাসির উদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ
৩. ইমাম মুহাম্মাদ বিন সালেহ আল-উসাইমিন রাহিমাহুল্লাহ
আর জীবিত ওলামায়ে কিবার (বড় আলেমদের) মাঝে যারা শায়খ রাবীকে আলেম হিসেবে রেকমেন্ড করেছেন তাদের মাঝে রয়েছেণ,
১. শায়খ সালেহ আল-ফাউজান হা’ফিজাহুল্লাহ
২. শায়খ আব্দুল মুহসিন আল-আব্বাদ হা’ফিজাহুল্লাহ
৩. শায়খ সালেহ আল-লুহাইধান হা’ফিজাহুল্লাহ
৪. শায়খ ওবায়েদ আল-জাবেরী হা’ফিজাহুল্লাহ
সহ আরো অনেক জীবিত ও মৃত আলেম।
শায়খ রাবী শিরক ও বিদাতের দিকে আহবানকারী জনপ্রিয় অনেক লেখক, বক্তা ও আলেমদের সমালোচনা করার কারণে ভ্রান্ত তরীকার অনুসারী ও ভক্তরা সালাফী মানহাজের অনুসারী ভাইদেরকে শাসকদের আনুগত্য, তাকফীর, জিহাদ, মানহাজ, জারহ ও তাদীল ইত্যাদি বিষয় নিয়ে ‘মাদখালী’ বলে গালি দেয়, যেমনটা আমাদের দেশের দেওবন্দী-তাবলিগি জামাতের লোকেরা ক্বুরান সুন্নাহর অনুসরণ করাকে ‘আলবানী মাযহাব’ বলে কটাক্ষ করে থাকে। এরা মূলত ইখোয়ানি, তাকফীরি, জিহাদী মানাহাজের অনুসারী যারা হয় IGNORANT নয়তো Deviant.
ইলম এবং বয়সের দিক থেকে ইয়াতীম যেই সমস্ত লোকেরা যারা বিভ্রান্ত বক্তাদের দ্বারা প্রভাবিত হয়ে ‘মাদখালী’ গালি দিতে অভ্যস্ত, তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা হাদীস পেশ করছিঃ
“যে ব্যক্তি কোন মুমিন ব্যক্তি সম্পর্কে এমন কটূক্তি করবে, যা তার মাঝে প্রকৃতপক্ষে নেই, আল্লাহ তাকে ‘রাদগাতুল খাবাল’ তথা জাহান্নামীদের গলিত রক্ত-পূজের স্তুপে বসবাস করাবেন।”
[আবূ দাউদ, বিচার অধ্যায়, ৩১২৩ নং হাদীস]
*শায়খ রাবীকে নিয়ে যারা বিভ্রান্তির মাঝে আছেন তাদের সন্দেহ দূর করার জন্য কমেন্টের এই ভিডিওটা
https://www.youtube.com/watch?v=LYJtcz-hd8Q