রবিবার, ২৬ জুলাই, ২০১৫

স্বামী ও স্ত্রীর হক্ক

স্ত্রীর উপর ফরয দায়িত্ব হচ্ছে স্বামীর আনুগত্য করা, সন্তান এবং ঘরের দেখাশোনা এবং এইগুলোর হেফাজত করা। আর স্বামীর উপর ফরয দায়িত্ব হচ্ছে স্ত্রীদের সাথে উত্তম আচরণ করা, সামর্থ্য অনুযায়ী তাদের জন্য খরচ করা, তাদের জন্য নিরাপদ আশ্রয় দেওয়া যাতে করে তার মৃত্যু সমান দেবর অথবা শ্বাশুড়ী, ননদরা কোন প্রকার শারিরিক বা মানসিক অত্যাচার করতে না পারে। আর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একে অন্যের আমানত এবং বিশ্বাস বজায় রাখা, কোন প্রকার অবৈধ সম্পর্ক বা জিনা-ব্যভিচারে না জড়ানো। যারাই এইগুলো লংঘন করবে তারা হয়তোবা সাময়িক পার পাবে কিন্তু অতি শীঘ্রই লাঞ্চিত ও অপমানিত হবে, দুনিয়াতে কিংবা আখেরাতে। মহান আল্লাহ তাআলা বলেন।
ইন্না বাতসা রাব্বিকা লাশাদিদ
অর্থঃ নিশ্চয়ই আপনার পালনকর্তার পাকড়াও অত্যন্ত কঠোর।

[সুরা আল-বুরুজ]