শুক্রবার, ১০ জুলাই, ২০১৫

জাকাতের কাপড়(!) আনতে গিয়ে

ময়মনসিংহে জাকাতের কাপড়(!) আনতে গিয়ে মানুষের পায়ে পিষ্ট হয়ে অন্তত ২৭ জনের করুন মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তাআলা বলেন,
মানুষের কৃতকর্মের কারণে স্থলে এবং জলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে। আল্লাহ মানুষদেরকে তাদের কর্মের শাস্তি আস্বাদন করাতে চান, যাতে করে তারা ফিরে আসে। [সূরা আর রুমঃ ৪১]

মুসলমানদের মাঝে শিরক-বেদাত এবং হারাম ও কবীরাহ গুনাহ সমূহ ব্যপকভাবে ছড়িয়ে পড়েছে, যার ফলে মোটামুটি সারা বিশ্বেই মুসলমানদের উপর অবধারিতভাবে আল্লাহর গজব  দেখা যাচ্ছে। কাপড় দিয়ে যাকাত দেওয়া এ আরেক নতুন বেদাত, সম্পদের যাকাত দিতে হয় নগদ অর্থ দিয়ে, শাড়ি-লুংগি বা অন্য কোণ পণ্যদ্রব্য দিয়ে নয়। লোক দেখানো এই শাড়ি-লুংগি আনতে গিয়ে প্রতি বছর দরিদ্র অসহায় মানুষের করুণ মৃত্যু হচ্ছে। কে শেখাবে এই লোকদেরকে, যাকাতের হক্কদারদের কাছে যাকাত পৌঁছে দেওয়ার দায়িত্ব যাকাত দাতার নিজের, তাও সেটা গোপনে। মানুষের মাঝে নাম কুড়ানোর জন্য দরিদ্র মানুষদের ডেকে ভিক্ষুকের মতো অপমান করে যাকাত দেওয়া মূর্খতাপূর্ণ বিদাত ছাড়া আর কিছুইনা।