শুক্রবার, ২৪ জুলাই, ২০১৫

বাসে বা ট্রেনে চলন্ত অবস্থায় নামায পড়ার নিয়ম

বাসে বা ট্রেনে চলন্ত অবস্থায় নামায পড়ার নিয়মঃ
=> যদি সম্ভব হয় তাহলে ওযু করে নামায পড়বেন, ওযু করা সম্ভব না হলে তায়াম্মুম করে নামায পড়বেন। তায়াম্মুম এর জন্যে মাটি না পেলে কাঁচের গ্লাসে হালকা ধূলার প্রলেপ থাকলে সেখানেই হাত স্পর্শ করে তায়াম্মুম করা যাবে।
=> যদি সম্ভব হয় তাহলে কিবলার দিকে (আমাদের দেশে পশ্চিম দিকে) ফিরে নামায পড়বেন, কিবলা নির্ধারণ করা সম্ভব না হলে আন্দাজে সূর্যের অবস্থান দেখে যেই দিকে কিবলা মনে হবে সেইদিকে ফিরেই নামায পড়বেন।
=> যদি সম্ভব হয় তাহলে দাঁড়িয়ে নামায পড়বেন, দাঁড়িয়ে সম্ভব না হলে বসেই পড়েবেন।
=> বসে নামায পড়লে অসুস্থ মানুষের মতোই ইশারায় রুকু-সিজদা করবেন, রুকুর সময় সামনের দিকে একটু ঝুঁকে, আর সিজদাহর সময় রুকু থেকে একটু বেশী ঝুঁকে ইশারায় সিজদা করবেন।

অবশ্য চলন্ত পথে এই অসুবিধা দূর করার জন্যে জার্নির মাঝখানে বিরতি দিলে যোহর ও আসর এবং মাগরিব ও ইশার নামায একসাথে জমাকসর করে পড়তে পারবেন।