বুধবার, ৮ জুলাই, ২০১৫

লাইলাতুল ক্বদরের কিছু আলামত ও বিশেষ দুয়া

লাইলাতুল ক্বদরের রাতটি চেনার কিছু আলামত সহিহ হাদিসে পাওয়া যায়।
১. রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না।
২. নাতিশীতোষ্ণ হবে। অর্থাৎ গরম বা শীতের তীব্রতা থাকবে না।
৩. মৃদুমন্দ বাতাস প্রবাহিত হতে থাকবে।
৪. সে রাতে ইবাদত করে মানুষ অপেক্ষাকৃত অধিক তৃপ্তিবোধ করবে।
৫. কোন ঈমানদার ব্যক্তিকে আল্লাহ স্বপ্নে হয়তো তা জানিয়েও দিতে পারেন।
৬. ঐ রাতে বৃষ্টি বর্ষণ হতে পারে।
৭. সকালে হালকা আলোকরশ্মিসহ সূর্যোদয় হবে। যা হবে পূর্ণিমার চাঁদের মত।
[সহীহ ইবনু খুযাইমাহঃ ২১৯০, সহীহ বুখারীঃ ২০২১, সহীহ মুসলিমঃ ৭৬২]
____________________________
লাইলাতুল ক্বদরের বিশেষ দুআঃ
উম্মুল মুমিনীন আয়েশা (রা:) হতে বর্ণিত। তিনি বলেন, হে আল্লাহর রাসূল, আমি যদি বুঝতে পারি লাইলাতুল ক্বদর পেয়েছি, তাহলে তখন কোন দুয়াটি পাঠ করব? তিনি বললেন, তুমি বলঃ
اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ كَرِيمٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّى
উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নাকা আ'ফূউবুন, তুহিব্বুল আ'ফওয়া, ফা'ফু আ'ন্নী।
অর্থঃ হে আল্লাহ, আপনি ক্ষমাশীল আর আপনি ক্ষমা করতে পছন্দ করেন। সুতরাং আপনি আমাকে ক্ষমা করুন।

[সুনানে আত-তিরমিযীঃ ৩৫১৩; হাদীসটি হাসান সহীহ]