শনিবার, ১৭ অক্টোবর, ২০১৫

সিজদাতে দুয়া

শায়খ Abdullah Shahed Al-madani লিখেছেন,
আলেমে রব্বানী, আল্লামা শাইখ বিন বায রাহিমাহুল্লাহ বলেন, মুসলিমের উচিত নামাযের সিজদাহ অবস্থায় বেশী বেশী দুআ করা। বিশেষ করে তাহাজ্জুদ নামাযে। এমনকি ফরয নামাযেও। হে মুসলিম! আপনি ফরয নামাযে এবং নফল নামাযে দুআ করবেন। সিজদাহয় দুআ করবেন এবং নামায শেষে সালামের আগেও দুআ করবেন। আপনি আপনার রবের কাছে দুনিয়া ও আখেরাতের কল্যাণ চাইবেন। আপনার নিকট সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার অন্তর। সুতরাং যে বিষয়ের মধ্যে আপনার অন্তরের পরিশুদ্ধতা রয়েছে, আল্লাহর কাছে সর্বাধিক গুরুত্বের সাথে উহা প্রার্থনা করুন। তাহাজ্জুদ নামাযে ও রাতের শেষাংশে। নামাযের দীর্ঘ সিজদাহর মধ্যেও আপনি দীর্ঘ দুআ করতে পারেন।

বিঃদ্রঃ আরবী না জানলে সিজদাতে বাংলাতেও দুয়া করা যাবে, আলেম তাই বলেছেন। তবে ফরয নামাযগুলোতে মাসনুন দুআ (আরবীতে) করাই উত্তম।