শনিবার, ১ আগস্ট, ২০১৫

ঈমান কি? সবচাইতে উত্তম আমল কোনটা?

=> ঈমান কি?
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে জিব্রাঈল আমিন (আঃ) প্রশ্ন করেছিলেন, ঈমান কি? উত্তরে তিনি বলেছিলেনঃ
ঈমান হচ্ছে তুমি
১. আল্লাহর প্রতি,
২. তাঁর ফেরেশতাদের প্রতি,
৩. আল্লাহর নাযিল করা আসমানী কিতাবসমূহের প্রতি,
৪. সমস্ত নবী-রাসূলদের প্রতি,
৫. কেয়ামতের প্রতি এবং
৬. তাক্বদীর বা ভাগ্যের ভালো-মন্দ আল্লাহ কর্তৃক নির্ধারিত
এই সবগুলোর প্রতি বিশ্বাস রাখা।
[সহীহ মুসলিমঃ হাদীস নং- ১]

=> সবচাইতে উত্তম আমল কোনটা?
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে জিজ্ঞেস করা হয়েছিলো কোন আমলটা সবচেয়ে উত্তম? উত্তরে তিনি বললেন,
১. আল্লাহর প্রতি ও তার রাসুলের প্রতি ঈমান আনা।
তাকে আবার জিজ্ঞেস করা হলো, এর পরে সবচেয়ে উত্তম আমল কোনটা? তিনি বললেন,
২. আল্লাহর রাস্তায় জিহাদ করা।
আবার প্রশ্ন করা হলো, এর পরে সবচেয়ে উত্তম আমল কোনটা? তিনি বললেন,
৩. এমন হজ্জ যা আল্লাহর অনুগ্রহে কবুল করা হয়েছে।

[সহীহ মুসলিমঃ ১৪৮]