শনিবার, ১ আগস্ট, ২০১৫

তাক্বদীরের ভালো বা মন্দ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত

ঈমানের ষষ্ঠ রুকন বা পিলার হচ্ছে তাক্বদীরের ভালো বা মন্দ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আর এই বিশ্বাস রাখা বান্দার নামায, রোযা, হজ্জ যাকাত সব কিছুর থেকে বেশি গুরুত্বপূর্ণ ইবাদত। অনেকে নামায রোযা করে, কিন্তু আমার ভাগ্য খারাপ, পোড়া কপাল ইত্যাদি বলে তাকদীরের প্রতি অসন্তুষ্ট হয় এবং গালমন্দ করে। অনেকে আল্লাহ সম্পর্রকে খারাপ ধারণা পোষণ করে, আল্লাহ আর কোন মানুষকে দেখেনা, কি পাপ করেছিলাম....এইরকম ঔদ্ধত্যপূর্ণ কথা-বার্তা বলে যা কুফুরী, নাউযুবিল্লাহি মিন যালিক।
তাক্বদীরে যা লিখা আছে, তাই হবে কিন্তু বান্দার দায়িত্ব হচ্ছে সাধ্য অনুযায়ী আমল করে যাওয়া। সেইজন্য বিপদে বা কঠিন অবস্থাতে তাকদীরের প্রতি অসন্তুষ্ট হওয়া মুমিনদের গুণাবলী নয়।

মহান আল্লাহ তায়ালা বলেন, আমার বান্দাদের মাঝে খুব কম সংখ্যকই আমার প্রতি কৃতজ্ঞশী। [সুরা সাবাঃ ১৩]