শনিবার, ২৯ আগস্ট, ২০১৫

ইমাম আবু হানীফা রাহিমাহুল্লাহর প্রশংসায় ইমাম শাফেঈ’ রাহিমাহুল্লাহ

একবার নিজেকে আহলে হাদীস দাবী করা একটা ছেলে সর্বজন স্বীকৃত ইমাম আবু হানীফা রাহিমাহুল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য করলে আমি ইনবক্সে তাকে কিছু কথা বলি। পরিণামে সে আমাকে আনফ্রেন্ড করে। এমন অল্প বয়ষ্ক লোকেরা যারা নিজেদের মতামতকে প্রাধান্য দেয়, উম্মতের মাঝে মতবিরোধের জন্যে এরা প্রধান একটা কারণ।
ইমাম আবু হানীফা রাহিমাহুল্লাহর প্রশংসায় ইমাম শাফেঈ রাহিমাহুল্লাহ বলেনঃ
لقد زان البلاد ومن عليهـا
إمام المسلمين أبـو حنيفـة
بأحكـامٍ وآثــار وفـقـهٍ
كآيات الزبور على الصحيفة
فما بالمشـرقين لـه نظيـر
ولا بالمغربيـن ولا بكوفـة
فرحمـة ربنـا أبـداً عليـه
مدى الأيام ما قرئت صحيفة
সমগ্র দেশ ও দেশবাসীকে মুসলিমদের ইমাম আবু হানীফা কুরআন, সুন্নাহ ও ফিকহের জ্ঞানের মাধ্যমে ঠিক সেভাবেই আলোকিত করেছেন, যেইভাবে যবুরের (কুরআনের) আয়াতগুলো কাগজের (পুস্তকের) উপর চকচক করছে। পূর্ব ও পশ্চিমের দেশগুলোতে এমন কি কুফাতেও তার কোনো নযীর নেই। কিয়ামত পর্যন্ত আমাদের রব্বের রহমত তার উপর বর্ষিত হতেই থাকবে।
সূত্রঃ দেয়ানুশ শাফেঈ

অনুবাদ করেছেনঃ শায়খ Abdullah Shahed Al-madaniঅনুবাদ করেছেনঃ শায়খ Abdullah Shahed Al-madani