বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০১৪

ঋতু চলাকালীন সময়ে নারীদের জন্য যেই কাজগুলো নিষিদ্ধ



ঋতু চলাকালীন সময়ে নারীদের জন্য যেই কাজগুলো নিষিদ্ধ
() সালাত পড়া। ঋতু অবস্থাতে নারীদের জন্য সালাত মাফ। পরবর্তীতে সালাত কাযা পড়া লাগবেনা
() সাওম পালন করা। অবশ্য, রমযানে ফরয রোযা হলে, যতদিন ঋতু অবস্থা থাকব, ততদিন রোযা রোযা রাখবেনা। পরে ফরয রোযার কাযা আদায় করতে হবে
() বায়তুল্লাহ বা কাবাঘর তাওয়াফ করা।
() মসজিদে প্রবেশ করা।
() মাসহাফ বা শুধু আরবী কুরান যেটা তা স্পর্শ করা। তবে মুখস্থ বা কুরান স্পর্শ না করে দেখে দেখে পড়তে পারবেযেমন কম্পিউটার বা মোবাইল থেকে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন, ক্বুন মুখস্থ তেলাওয়াত করতে পারবে সহীহ বুখারী ১ম খন্ড, মূল ১৭৮ পৃষ্ঠ। এছাড়া দ্বিনি যেকোন বই পুস্তক, ক্বুআনের শুধু বাংলা অনুবাদ, হাদীস বা দুয়ার কিতাব, তাফসীর এইগুলো স্পর্শ করতে পারবে, কোনো বাঁধা নেই।
() স্বামী-স্ত্রী সহবাস করা হারাম। ঋতু অবস্থায় সহবাস করা কবীরাহ গুনাহ এবং এটা কুফুরী একটা কাজ। এমনকি স্বামী বাধ্য করলেও এ ব্যপারে নারীরা স্বামীর কথা শুনবেনা। 
নারীরা ঋতু অবস্থাতে এই নিষিদ্ধ কাজগুলো ছাড়া অন্য যেকোনো ইবাদত ,যেমন যিকির, আযকার দুয়া, দুরুদ পড়তে পারবে। বরং, তাদের তখন এইগুলো বেশি বেশি করার চেষ্টা করা উচিত যাতে করে তাদের ঈমান মজবুত থাকে।

- হুসাইন বিন সোহরাব আল-মাদানীর প্রণীত সহীহ নামায ও দুয়া বই থেকে নেওয়া এবং কিছু অতিরিক্ত ব্যখ্যা সংযোজিত। 

ঋতু চলাকালীন সময়ে মা-বোনেরা কি কুরআন তেলাওয়াত করতে পারবেন?
http://ansarus-sunnah.blogspot.com/2014/03/httpislamqa.html