শনিবার, ৮ মার্চ, ২০১৪

ছেলেদের মাঝে বহুল প্রচলিত কিছু বদঅভ্যাস

ছেলেদের মাঝে বহুল প্রচলিত কিছু বদঅভ্যাসঃ
এই সমস্ত জিনিস অবশ্যই বাদ দিতে হবে...
(১) দাঁড়ি শেইভ করা - এটা আল্লাহ তাআ'লার সৃষ্টির মাঝে পরিবর্তন করার শামিল, নারীদের অনুকরণ করার মাঝে গণ্য হবে, রাসুলুল্লাহ (সাঃ) এর আদেশ অমান্য করা, সম্পূর্ণ হারাম এবং কবীরাহ গুনাহ।
(২) টাখনুর নিচে কাপড় পড়া - এটা অহংকার প্রদর্শন এবং কবীরা গুনাহ, এই কাজের জন্য কঠোর হুশিয়ার এসেছে।
আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, "কেয়ামতের দিন আল্লাহ তাআ'লা তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না, তাদেরকে পাপ থেকে মুক্ত করবেন না, এমনকি তাদের প্রতি তাকাবেন না।
ক. টাখনুর নিচে কাপড় পরিধানকারী
খ. উপকার করে খোটাদানকারী
গ. মিথ্যা কসম করে দ্রব্য বিক্রয়কারী
সহীহ মুসলিম।
৩. পড়নের কাপড় সংক্ষিপ্ত/টাইট পড়া যাতে রুকু সিজদার সময় শরীরের অংশ প্রকাশ হয়ে পড়ে। নামাযের সময় সতর খুলে গেলে ভংগ হয়ে যায়, নাউযুবিল্লাহ!
৪. ধূমপান - হারাম, অপচয় আর অপচয়কারী শয়তানের ভাই, পরিবেশের ক্ষতি, পাশের মানুষকে কষ্ট দেওয়া, দুর্গন্ধযুক্ত নিকৃষ্ট খাবার, স্বাস্থের ক্ষতি, ক্যান্সার, হার্ট এটাক...
৫. পর্নোগ্রাফী ও হস্ত মৈথুন - বিকৃত স্বভাব ও হারাম, শারীরিক ও মানসিক স্বাস্থের ক্ষতি, স্মৃতি শক্তি লোপ পায়, যৌন দুর্বলতা।