শনিবার, ৮ মার্চ, ২০১৪

দ্বীনের নামে, ধর্মের নামে কিভাবে ধোঁকা দেওয়া হচ্ছে



একটু চিন্তা করুন ও সতর্ক হন...

অনেককে দেখবেন আন্দাজে কথা বলতে থাকে...
বিশেষ করে অনেকে সরাসরি দাবী করে এই কথাটা হাদীসে আছে...কিতাবে আছে...বা ঘুরিয়ে ফিরিয়ে এমনভাবে কথাগুলো বলে যে সাধারণ মানুষ মনে করে এইগুলো কুরআন বা হাদীসেরই কথা...

অথচ, আপনি যদি ইসলাম সম্পর্কে একটু সচেতন হন, পড়াশোনা করেন, আলেমদের কাছে জিজ্ঞাসা করে বিষয়টার দলীল সম্পর্কে জানতে চান, আপনি দেখবেন এরা যা বলে আসলে এর কোনো ভিত্তি নাই, নিজের মনগড়া কথা, কোনো এক নাম-ঠিকানা বিহীন বুযুর্গ বলেছে যার পক্ষে কোনো দলীল নাই অথচ তারা এটা এমনভাবে বলে এটা দ্বীনের কথা অথচ কুরআন সুন্নাহ এর সম্পূর্ণ এর বিপরীত

এটা এক প্রকার প্রতারণা...
বরং, এটা সবচেয়ে বড় প্রতারণা কারণ কাউকে ধোঁকা দিয়ে তার কাছ থেকে ১০টাকে মেরে দিলে সে দুনিয়ার জীবনে একটু ক্ষতিগ্রস্থ হলো কিন্তু কাউকে ইসলামের কথা বলে, কুরআন হাদীসের কথা বলে ধোঁকা দিলে তার পরকালকে সে ক্ষতিগ্রস্থ করলো অথচ দুনিয়ার জীবনের তুলনায় আখেরাত হলো যেনো এক ফোটা পানির তুলনায় সমুদ্র...
সুতরাং পরকালের ব্যপারে যদি কাউকে ধোঁকা দেওয়া হয় সেটা অনেক অনেক বড় ক্ষতি

এইজন্য রাসুলুল্লাহ (সাঃ) আমাদের আগেই সতর্ক করেদিয়েছিলেন...
কেয়ামতের আগে একশ্রেণীর লোক এমন আসবে যারা মানুষকে হাদীসের কথা বলে ধোঁকা দিবে এমন এমন কথা হাদীস বলে মানুষের কাছে প্রচার করবে, আসলে যেইগুলো কোনো হাদীস নাহএইগুলোকে জাল হাদীস বলা হয়!

রাসুলুল্লাহ (সাঃ) বলেছেনঃ
শেষ যামানায় কিছু সংখ্যক দাজ্জাল ও মিথ্যুক আসবে যারা এমন হাদীস প্রচার করবে যা তোমরা আগে কোনোদিন শোননি এমনকি তোমাদের বাপ-দাদারাও কোনদিন শুনেনি সুতরাং, তোমরা তাদের থেকে সাবধান থাকবে যাতে করে তারা তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে
সহীহ মুসলিম, মুকাদ্দিমা সহীহ মুসলিম

আপনারা অনেকেই হয়তো জানেন...
ইতিমধ্যেই এমন বেশ কিছু দল ও লোক বেড়িয়েছে যারা মসজিদে মসজিদে এইরকম জাল হাদীস ও মিথ্যা ফযীলতের ধোঁকা দিয়ে উম্মতকে ধোঁকা দিচ্ছে...এইসব মিথ্যা ফযীলতের ধোঁকা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে নিজেদের দলে লোক ঢুকানো...এইভাবে ফযীলতের ধোঁকায় পড়ে অনেক মুসলিম ভাইয়েরা সরল পথ থেকে বিচ্যুত হচ্ছে...আল্লাহু মুস্তাআন!

এই সমস্ত দলের অন্ধভক্ত কিছু মানুষ এতো কট্টর যে - আমাদের পেজে জনৈক লোক এসে দাবী করছে - "হেদায়েতের জন্য জাল হাদীস বলা যাবে"... নাউযুবিল্লাহ! তারা মনে করে নবী (আঃ) এর নামে মিথ্যা কথা বলে তারা জান্নাতে যাবে...
*অথচ রাসুলুল্লাহ (সাঃ) স্পষ্ট করে বলেছেন তাঁর নামে যে মিথ্যা কথা বলবে অর্থাৎ জাল হাদীস প্রচার করবে সে জাহান্নামে যাবে!! এদের বড় হুজুরেরা এদেরকে কি পরিমান ব্রেইন ওয়াশ করেছে যে, জাহান্নামে যাওয়ার ধোকাবাজিকে এরা জান্নাতে যাওয়ার আমল মনে করছে

আর এইরকম ধর্মের নামে মিথ্যা শুধু মসজিদেই না টিভি, পত্রিকা, রেডিও, ফেইসবুকে তথাকথিত ইসলামিক অনেক পেইজ ও ব্যক্তির মাঝে দেখা যাচ্ছে...যাদের কিছু লেখালেখি দেখে সাধারণ মানুষ ইসলামিকই মনে করে কিন্তু আসলে তারা পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত...যাইহোক উম্মতের জন্য বেশি ক্ষতিকর এমন অনেক কিছুই নিয়ে আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই লেখা হচ্ছে, ইন শাআল্লাহ আগামীতে আরো লেখা হবে...

জাল হাদীস কি, কেনো জাল হাদীস করে মানুষ, প্রচলিত কিছু জাল হাদীসের উপরে আমাদের দেশের ডা খন্দকার আব্দুল্লাহ জাহাংগীর এর লেখা হাদীসের নামে জালিয়াতি এই বইটা আপনারা অবশ্যই পড়বেন

ডাউনলোড লিংক -  

http://www.quraneralo.com/fake-hadith/


http://www.somewhereinblog.net/blog/abdullah_muslim2010/29481938