মঙ্গলবার, ১১ মার্চ, ২০১৪

৩টি সুন্নত নামাযের সওয়াব ও ফযীলত



৩টি সুন্নত নামাযের সওয়াব ও ফযীলত

১. সমগ্র দুনিয়া থেকে উত্তম এমন আমলঃ
ফযরের ২ রাকাত সুন্নত নামায সারা পৃথিবীতে যাকিছু আছে তার চাইতে বেশি মূল্যবান।
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ
“ফজরের দুই রাকাত সুন্নত নামায দুনিয়া এবং তার মধ্যে যা কিছু আছে তার থেকে উত্তম
সহীহ মুসলিম।
সহীহ মুসলিমের অন্য এক হাদীসে আছেঃ
“এই দুই রাকাত নামায সমগ্র দুনিয়া অপেক্ষা আমার কাছে বেশি প্রিয়

২. লাল উটের চাইতেও বেশি মূল্যবান এমন আমলঃ
বিতির নামায (১/৩/৫...রাকাত) লাল রংয়ের উটের চাইতে বেশি মূল্যবান।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ
“আল্লাহ একটি নামায দান করে তোমাদেরকে বিশেষ সুযোগ করে দিয়েছেন যা তোমাদের জন্য লাল রংয়ের উটের চাইতে উত্তম। সাহাবারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসুল! সেটা কোন নামায? তিনি বললেন, ‘বিতির নামায’ যা পড়া হয় ইশা নামাযের পর থেকে ফযর উদয় হওয়ার পূর্ব পর্যন্ত।”
আবু দাউদঃ ১৪১৮, তিরমিযীঃ ৪৫২, ইবনে মাজাহ, দারেমী, হাদীসটি সহীহ।
* বর্তমান যুগে যেমন দামি গাড়ি মার্সিডিস বেঞ্চ বা ফেরারী ঠিক তেমনি, তখনকার যুগে লাল রংয়ের উটের দাম অনেক বেশি ছিলো।

৩. ৩৬০টি সাদাকাহ করার সমান সওয়াব পাওয়ার আমলঃ
চাশতের সালাত (সালাতুল দুহা) পড়লে ৩৬০টি সাদাকাহ করার সমান সওয়াব পাওয়া যায়।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ
মানুষের শরীরে ৩৬০ টি জোড় রয়েছে অতএব মানুষের কর্তব্য হল প্রত্যেক জোড়ের জন্য একটি করে সদাকা করাসাহাবায়ে কেরাম (রাঃ) বললেন, “ইয়া রাসুলুল্লাহ্! কার শক্তি আছে এই কাজ করার?” তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “মসজিদে কোথাও কারোর থুতু দেখলে তা ঢেকে দাও অথবা রাস্তায় কোন ক্ষতিকারক কিছু দেখলে সরিয়ে দাও তবে এমন কিছু না পেলে, চাশতের দুই রাকাত সালাতই এর জন্য যথেষ্ট 
আবু দাউদ; কিতাবুলআদাব’, অধ্যায়ঃ ৪১, হাদীস নং:৫২২২