শুক্রবার, ২১ মার্চ, ২০১৪

শিরক বেদাত


শরীয়তের দৃষ্টিতে এমন দুইটি পাপ রয়েছে যে, তা না ছাড়া পর্যন্ত কোন নেক আমলও কবুল হয় না এবং তার তওবাও কবুল হয় না

পাপ দুটি হল
. শির্ক
. বিদ'আত

প্রমানঃ
. রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ
আল্লাহ বান্দার পাপ মাপ করতে থাকেন যতক্ষন না আল্লাহ ও বান্দার মধ্যে পর্দা সৃষ্টি হয়। সাহাবাগন জিজ্ঞাসা করলে, হে আল্লাহর রাসুল, পর্দা কি? তিনি বললেনঃ পর্দা হল মানু শির্ক করা অবস্থায় মৃত্যু বরন করা।
মুসনাদে আহমাদ।

. রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
আল্লাহ বিদআতীর তওবা কবুল করেন না, যতক্ষন না সে বিদআত ছেড়ে দেয়।

তাবারানি।