আল্লাহর
পরিচয়ঃ
আসমা
অর্থ নাম
আর
হুসনা অর্থ সুন্দর
আসমা-উল-হুসনা
অর্থ হচ্ছে - সুন্দর সুন্দর নাম সমূহ।
আমরা
আল্লাহকে চিনি তাঁর আসমা (নাম) ও তাঁর সিফাত (গুণ) গুলো দিয়ে।
যেমনঃ
কুরানুল কারীমের সুরা ফাতেহার দ্বিতীয় আয়াতে বলা হয়েছে।
২.
আর-রাহমানির রাহীম
অর্থঃ
যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু।
রাহমান
= যিনি স্বভাবে খুবই করুণাময়
রাহীম
= যিনি কর্মে অত্যন্ত দয়ালু
এই
আয়াত থেকে আমরা আল্লাহ সুবহা'নাহু তাআ'লার ২টি আসমা বা নাম পাই।
রাহমান
= যিনি স্বভাবে খুবই করুণাময়।
রাহীম
= যিনি কর্মে অত্যন্ত দয়ালু।
সুতরাং
এই দুইটা নাম দিয়ে আল্লাহর দুইটি পরিচয় পাওয়া গেলো। আল্লাহ স্বভাবে খুবই করুণাময়
এবং তিনি কর্মে অত্যন্ত দয়ালু।
সিফাতঃ
আল্লাহর কিছু সিফাত বা গুণ আছে - এইগুলো দিয়েও আমরা আল্লাহর পরিচয় পাই।
যেমনঃ
সুরা আন-নিসার ১৬৪ নাম্বার আয়াতে বলা হয়েছেঃ
“আর আল্লাহ মুসার সাথে সরাসরি কথা বলেছেন”।
সুতরাং
আল্লাহ সুবহা'নাহু তাআ'লার
একটা গুণ হলো তিনি কথা বলেন।
এইরকম
কুরান ও সহীহ হাদীসে আল্লাহর অনেকে আসমা ও সিফাতের বর্ণনা এসেছে। আমরা আহলে সুন্নত
ওয়াল জামাত বা “সুন্নী”
রা – আল্লাহর সবগুলো আসমা ও সিফাতের প্রতি ঈমান রাখি।
আল্লাহকে
জানুন - আপনি যত বেশি আল্লাহকে জানবেন দেখবেন আপনি আল্লাহকে তত বেশি ভালোবাসতে
পারবেন। আর আল্লাহকে সত্যিকারের ভালোবাসতে পারলে তাঁর ইবাদত যেমন নামায, রোযা করা অনেক সহজ হয়ে যাবে। আপনি আল্লাহর ভালোবাসায় নিজে থেকে বেশি বেশি
এইগুলো করতে চাইবেন। শুধু এটাই না আল্লাহর ভালোবাসার জন্য আপনি জীবন পর্যন্ত দিতে
প্রস্তুত থাকবেন। আল্লাহ আমাদের কবুল করুন,
আমিন।
আল্লাহকে
ভালোবাসতে হলে - বেশি বেশি কুরানের তর্জমা পড়ুন ও কুরানের সুন্দর সুন্দর তেলাওয়াত
শুনুন। আর আল্লাহর ভালোবাসা পেতে চাইলে নবীর সুন্নতকে আকড়ে ধরুন।