মেয়েদের নামাযের গুরুত্বপূর্ণ
একটি বিষয়, সকলেই খুব খেয়াল কৈরাঃ
নামাযের একটি শর্ত হলো, সতর
ঢাকা থাকা। নামাযে পুরুষের জন্য সতর হলো দুই কাঁধ ও নাভী হতে হাঁটু পর্যন্ত, আর
নারীদের জন্য দুই হাতের তালু ও চেহারা ব্যতীত মাথা হতে পায়ের পাতা পর্যন্ত পুরো
শরীর সতর হিসেবে ঢাকা থাকতে হবে।
ফিকহুস সুন্নাহ ১/১২৫।
আয়িশাহ (রাঃ) বলেন, নাবী (সাঃ) বলেছেনঃ “হায়িযাহ (সাবালিকা) মেয়েদের ওড়না ব্যতীত পড়া সলাত (নামাজ) আল্লাহ কবুল করেন না”।
আবু দাউদ, তিরমিযী, ইবনু মাযাহ, ইবনু খুযাইমা।
বুলুগুল মারাম ২৪০ নং।
আমাদের দেশের অনেক নারীই হাফ
স্লিভ জামা পড়েন ও মাথা খোলা রাখেন। এমন অবস্থায় যদি সালাত পড়েন, আলাদ বড় একটা ওড়না
বা চাদর ছাড়া তাহলে নামাযে রুকু ও সিজদা করার সময় তাদের হাত বা মাথা অনাবৃত হওয়ার
সুযোগ থেকে যায়, যা নামায ভংগের কারণ। তাই সকল মা ও বোনদের এই বিষয়টা খেয়াল রাখার
আহবান জানানো হলো।
আপনি এতো কষ্ট করে নামায পড়ছেন
আর সামান্য একটু অসতর্কতার জন্য তা বাতিল হয়ে যায় তাহলে এর চেয়ে বড় ক্ষতি আর কি
হতে পারে? মার্কেটে বড় একটা ওড়না পাওয়া যায়, খুব অল্প দামেই যা ক্রয় করে নামাযের
সময় পড়লে হয়তো আপনার নামাযের হেফাজত হবে। এছাড়া, আপনার পছন্দ ও সুবিধা অনুযায়ী
ভিন্ন পদ্ধতিও অবলম্বন করতে পারেন, সতর ঢাকার জন্য।
আল্লাহ আমাদেরকে জানার ও বুঝার
তোওফিক দান করুন, আমিন।