রবিবার, ২৩ মার্চ, ২০১৪

“নবী করীম সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এর নামায আদায়ের পদ্ধতি” - ইবেন বাজ



আস সালামু আলাইকুম...

আমাদের পেজের সাথে আছেন এমন সকল দ্বীনি ভাই বোনদের জানাই আন্তরিক মুবারকবাদ, আল্লাহ আপনাদের আমাদের সকলের প্রতি রহম করুন দীর্ঘদিন ধরে ইচ্ছা ছিলো তাকবির থেকে সালাম ফেরানো পর্যন্ত পর্যন্ত সালাত আদায়ের সঠিক পদ্ধতির উপরে একটা নোট লেখার জন্য, কারণ এই সালাত নিয়ে আমাদের দেশে অনেক বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে মাযহাবি গোঁড়ামির দোহাই দিয়ে এক শ্রেণীর অজ্ঞ মুফতিরা সেই বিভ্রান্তিকে ধরে রাখতে চায়, উদ্দেশ্য হচ্ছে এইভাবে মানুষের মাঝে বিরোধ সৃষ্টি করে মানুষকে বিভক্ত করে রাখা আর তাদেরকে প্রকৃত আলেমদের থেকে দূরে রেখে নিজদের বড় হুজুর নামের টাইটেল ধরে রাখা যেহেতু ইবাদতের মাঝে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে সালাত, তাই আমি নিজে থেকে কিছু না লেখে - এই বিষয়টা বিগত শতাব্দীর শ্রেষ্ঠতম আলেম, সৌদি আরবের বিগত প্রধান মুফতি, ইমাম আব্দুল আজীজ ইবনে আব্দুল্লাহ ইবনে বাজ রাহিমাহুল্লাহর একটা বই এর উপর ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিলাম

ইমাম ইবনে বাজ, যিনি মাযহাবী গোঁড়ামি, বাপ দাদাদের অন্ধ অনুকরণ বাদ দিয়ে নিরপেক্ষভাবে কুরআন সুন্নাহ অনুযায়ী রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নামায বর্ণনা দিয়ে সংক্ষিপ্ত একটা বই লিখে দিয়েছিলেন, যা সাধারণ মানুষ খুব সহজেই পড়ে আমল করতে পারবে আর ছোট হওয়াতে খুব সহজে বুঝতেও পারবে আপনারা অবশ্যই বইটা সংগ্রহ করবেন, বাংলাদেশে অনুবাদ করে ছাপানো হয়েছে আর এইখানে নারী পুরুষের উভয়ের নামায বর্ণনা করা হয়েছে, সহীহ হাদীস অনুযায়ী নারী পুরুষের নামাযের নিয়ম এক আমাদের দেশে অজ্ঞ হুজুরের জাল জয়ীফের হাদীসের উপর ভিত্তি করে বলে, নারী পুরুষের নামাযের নিয়ম আলাদা এই কথার কোনো ভিত্তি নেই

নবী করীম সাল্লাল্লাহুআলাইহি ওয়াসাল্লাম এর নামায আদায়ের পদ্ধতি” – পর্ব


https://www.facebook.com/photo.php?fbid=734581319907951&set=a.130928300273259.14132.125167817515974&type=1&relevant_count=1

নবী করীম সাল্লাল্লাহুআলাইহি ওয়াসাল্লাম এর নামায আদায়ের পদ্ধতি” – পর্ব


https://www.facebook.com/photo.php?fbid=734582303241186&set=a.130928300273259.14132.125167817515974&type=1&relevant_count=1

নবী করীম সাল্লাল্লাহুআলাইহি ওয়াসাল্লাম এর নামায আদায়ের পদ্ধতি” – পর্ব


https://www.facebook.com/photo.php?fbid=734583489907734&set=a.130928300273259.14132.125167817515974&type=1&relevant_count=1