শনিবার, ৮ মার্চ, ২০১৪

ইসলামে রাজনীতি নাম দিয়ে ধোঁকা



ইসলামে রাজনীতি?
(
রাজনীতির নামে যা চলছে তা কি ইসলাম?)
(
চৌদ্দ)

৪০

"ইসলামী রাজনীতি" নামে ভারত, বাংলাদেশ পাকিস্থানে "জামাতে ইসলামী" ও মিশরসহ অন্যান্য দেশে "ইখওয়ানুল মুসলিমিন" (Muslim Brotherhood) যে অরাজকতা, ফেতনা ফাসাদ সৃষ্টি করা হয়েছে সেটা উম্মতকে ধোঁকা দেওয়া ছাড়া আর কিছুইনা ইসলামী শাসন কায়েমের নামে দিনের পর দিন মুসলিম উম্মাহকে লাশ উপহার দেওয়া তাদের কাছে এখন কোনো ঘটনাই না, বরং ক্ষমতা পাওয়ার নেশায় আজ তারা চোখ থাকতেও অন্ধ

যাইহোক ইসলামী আন্দোলন নামের সংগঠনের কর্মীদেরকে আহবান জানাবো - এই কথাগুলো নিয়ে চিন্তা-ভাবনা করার জন্যঃ

জামাতে ইসলামী/ইখওয়ানুল মুসলিমিন/Muslim Brotherhood এর যারা মাথার মুকুট, যাদের নির্দেশনা তাদের চলার পথের মশাল, নিম্নে তাদের উক্তি সমূহের মধ্য হতে কিছু উক্তি পাঠ মহদয়ের জ্ঞাতার্থে উল্লেখ করা হল যা বিভিন্ন পত্র-পত্রিকা ও ইন্টারনেট হতে সংগৃহীত হয়েছেঃ

. ইয়াহুদী ও খ্রীস্টানরা মুসলিমইউসুফ আল-কারদাবী
. শিয়া-সুন্নির পার্থক্য মাজহাব সমূহের মধ্যে পার্থক্যের মতই
. ইসলামের শুরা আর ডেমোক্রেসি একই - ইউসুফ আল-কারদাবী
. ঈমান ও তাওহীদের দাওয়াত উম্মতের ঐক্যকে দুর্বল করে - ইউসুফ আল-কারদাবী
. ধর্মের বিভিন্নতা মানুষের জন্য কল্যাণময় - ইউসুফ আল-কারদাবী
. জিহাদ শুধু ইসলাম রক্ষার জন্য নয় বরং সকল ধর্মের রক্ষার জন্য - ইউসুফ আল-কারদাবী
. আমরা একটি রাজনৈতিক ও সুফি জামাত - হাসান আল-বান্না
. ইয়াহুদীদের সাথে আমাদের অমিল রাজনৈতিক, ধর্মীয় নয় - ইউসুফ আল-কারদাবী
. ইরানকে রাসুল (সঃ) এর পক্ষ থেকে উম্মতের নেতৃত্বের জন্য বাছাই করা হয়েছে - গান্নুষী
১০. শিয়া- সুন্নি এক উম্মাহ - খায়রাত সাতের
১১. ইরানের আন্দোলনে সকল মুসলমানের শরীক হওয়া ফরজসৈয়দ আবুল আলা মওদুদী
১২. হামাস আমাদের, আমরা হামাসের - মাহদী আকেফ
১৩. মুরসির সম্মান ও অপমান কাবার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ - মুহাম্মাদ বদী
১৪. সমালোচনা করবেন না, পারলে আমাদের মত একটি দল গঠন করুনমতিউর রহমান নিজামী
১৫. ২০ উসুলের উপর শিক্ষা যে নেয়নি তাকে আমরা কিছুই মনে করি না - মাহদী আকেফ
১৬. খৃস্টান ও মুসলমানের মধ্যে পার্থক্যটি ডায়নামিক - মুহাম্মাদ মুরসি

তাদের ব্যাপারে নিরপেক্ষ বরেণ্য ওলামা গনের কিছু উক্তি নিম্নে দেওয়া হোলঃ

. ইখওয়ানুল মুসলিমীন ৭২টি জাহান্নামী দলের মধ্যে একটিআব্দুল আজীজ ইবনু বাজ
. ইখওয়ান ইয়াহুদীদের চাইতে বেশী ক্ষতিকরমুহাম্মাদ নাসিরউদ্দিন আলবানী
. তারা বাঘের সাথে শিকার করে আর মালিকের সাথে কাঁদে - সাঈদ রাসলান
. ইখওয়ানের দাওয়াত বিধ্বংসী যার অর্থের যোগান দেয় ঈয়াহুদীরা - আহমাদ শাকের
. মরার ফাঁদ তৈরি করে তারা, আর সেখানে পতিত হয় অন্যরা - বাসীর ইব্রাহীমী
. ইখওয়ান সকল ফিতনার মূল - নায়েফ বিন আব্দুল আজীজ
. আল্লাহ্র নিকট কামনা করি ইখওয়ান কোথাও যেন ক্ষমতায় না যায়মুহাম্মাদ কুতুব
. তোমরা রাজনীতির জন্য নও, রাজনীতিও তোমাদের জন্য নয় - ইখওয়ান কে উদ্দেশ্য করে ইমাম শারাউই


Collected from Shaikh Muzammel Al-hoque