জনৈক
প্রশ্ন করেছেনঃ হিন্দী নাটক সিনেম দেখলেই কি লজ্জা-শরম চলে যায়???
উত্তরঃ
যারা দেখে এমন কয়েজনকে আপনি পরীক্ষা করে দেখতে পারেন। তবে এই বিষয়টা নিয়ে আমার
কোনো সন্দেহ নাই।
হিন্দী
নাটক-সিনেমাগুলোতে কি দেখানো হয়?
চরম মাত্রার অশ্লীল পোশাকের নারী পুরুষ, জেনা-ব্যভিচারের গল্প, বিকৃত রুচির দৃশ্য,
নারী-পুরুষের অন্তরংগ দৃশ্য...এমন অনেক কিছুই যা আসলে লেখার
অযোগ্য। কোনো বিবেকবান মুসলিম এইসব অশ্লীল প্রোগ্রাম দেখতে পারেনা।
রাসুলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ
"লজ্জাশীলতা
ঈমানের অংগ"।
"লজ্জা-শরম
না থাকলে যা ইচ্ছা তা করো"।
***কে
কে গান-বাজনা, নাটক-সিনেমা থেকে তোওবা করতে রাজি আছেন?
*তোওবার
দরজা সূর্য পশ্চিম দিক থেকে উঠা পর্যন্ত খোলা আছে। কিন্তু দুঃখের বিষয় আপনার
মৃত্যু তার অনেকে আগেই চলে আসবে। আর আত্মা কন্ঠনালি পর্যন্ত চলে আসলে এরপরে আর
তোওবা করা হয়না।
***কে
জানে হয়তোবা আজকে রাতে ঘুমাতে গেলেন আজকেই মালাকুল মওত চলে আসতে পারে। খোঁজ নিয়ে
দেখেন আপনার চেয়ে কম বয়সে,
আপনার থেকে অনেক ভালো স্বাস্থের কত মানুষ দুনিয়া থেকে চলে
গেছে...
*হে
আল্লাহ! আমরা বড়ই পাপী। তুমি তোমার রহমতের দিকে তাকিয়ে আমাদেরকে নিরাপদে
জান্নাতে প্রবেশ করার তোওফিক দান করো,
আমিন।*