তায়াম্মুমের বিধি-বিধান
- তায়াম্মুম আল্লাহ তায়ালার পক্ষ থেকে অনুগ্রহের নিদর্শন এবং ইসলামের সহজতার প্রতীক।
------------------------------
কখন তায়াম্মুম করা যাবে?
-ওজু করার মত পর্যাপ্ত পানি না পাওয়া গেলে
- অসুখ বা জখম থাকার কারণে যদি পানি ব্যবহারে শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।
- অত্যধিক ঠাণ্ডা পানি-যা ব্যবহার করলে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে অথচ গরম করার ব্যবস্থাও নাই।
- পানি এত দূরে আছে যে পানি আনতে গেলে জান, মাল বা স্ত্রী-পরিবারের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
-----------------------------------
কী দ্বারা তায়াম্মুম?
পবিত্র মাটি, ধুলা, বালি ইত্যাদি। তবে ইট, সিমেন্ট, ঝামা ইত্যাদি দ্বারা তায়াম্মুম বৈধ নয়।
--------------------------------
তায়াম্মুমের পদ্ধতি:
- মনে মনে পবিত্রতার নিয়ত করা্
- বিসমিল্লাহ বলে দু হাত পবিত্র মাটিতে রাখা
- মুখ মণ্ডল মাসেহ করা।
- ডান হাত দ্বারা বাম হতের কব্জি আর বাম হাত দ্বারা ডান হতের কব্জি একবার মাসেহ করা। ২ বা ৩ বার অথবা কুনই পর্যন্ত মাসেহ করা সঠিক নয়।
মাসআলা:
পানি ব্যবহারের বাঁধা দূর হয়ে গেলে তখন আর তায়াম্মুমের বিধান প্রযোজ্য হবে না।
ওযু ও ফরজ গোসল উভয়টির ক্ষেত্রে তায়াম্মুম প্রযোজ্য।
- তায়াম্মুম আল্লাহ তায়ালার পক্ষ থেকে অনুগ্রহের নিদর্শন এবং ইসলামের সহজতার প্রতীক।
------------------------------
কখন তায়াম্মুম করা যাবে?
-ওজু করার মত পর্যাপ্ত পানি না পাওয়া গেলে
- অসুখ বা জখম থাকার কারণে যদি পানি ব্যবহারে শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।
- অত্যধিক ঠাণ্ডা পানি-যা ব্যবহার করলে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে অথচ গরম করার ব্যবস্থাও নাই।
- পানি এত দূরে আছে যে পানি আনতে গেলে জান, মাল বা স্ত্রী-পরিবারের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
-----------------------------------
কী দ্বারা তায়াম্মুম?
পবিত্র মাটি, ধুলা, বালি ইত্যাদি। তবে ইট, সিমেন্ট, ঝামা ইত্যাদি দ্বারা তায়াম্মুম বৈধ নয়।
--------------------------------
তায়াম্মুমের পদ্ধতি:
- মনে মনে পবিত্রতার নিয়ত করা্
- বিসমিল্লাহ বলে দু হাত পবিত্র মাটিতে রাখা
- মুখ মণ্ডল মাসেহ করা।
- ডান হাত দ্বারা বাম হতের কব্জি আর বাম হাত দ্বারা ডান হতের কব্জি একবার মাসেহ করা। ২ বা ৩ বার অথবা কুনই পর্যন্ত মাসেহ করা সঠিক নয়।
মাসআলা:
পানি ব্যবহারের বাঁধা দূর হয়ে গেলে তখন আর তায়াম্মুমের বিধান প্রযোজ্য হবে না।
ওযু ও ফরজ গোসল উভয়টির ক্ষেত্রে তায়াম্মুম প্রযোজ্য।
উল্লেখ্য, ধূলা-বালি লেগে আছে
এমন দেয়া্ল, ফ্লোর, কাচ বা বিছানায় হাত দিয়ে তায়াম্মুম করা যাবে।
তায়াম্মুমের উপরে শায়খ সাইফুদ্দিন বেলাল এর ছোট্ট এই লেকচারটি
খুবই সুন্দর ও উপকারী।