বিসমিল্লাহ। আলহা’মদুলিল্লাহ।
ওয়াস সালাতু ওয়াস সালামু আ’লা
রাসুলিল্লাহ।
আম্মা বাআ’দু। ইমাম
আবু হানীফা (রহিমাহুল্লাহ) বলেন,
“আমরা কখনো একথা
বলিনা যে,
আল্লাহ্র হাত হচ্ছে তাঁর ক্বুদরতি হাত, শক্তিশালী
পা অথবা তাঁর নিয়ামত । এ ধরনের কোন ব্যাখ্যা দেয়ার অর্থ হল, আল্লাহ্র
প্রকৃত সিফাতকে অকার্যকর করা বা বাতিল করে দেয়া বা অর্থহীন করা। আল্লাহর হাতকে
আমরা হাতই জানবো, এর কোন বিশেষণ ব্যবহার করবো না। কুদরতি হাত
রূপে বর্ণনা করবোনা। কোন রকম প্রশ্ন করা ছাড়াই যেরূপ কোরআনে বর্ণিত হয়েছে, হুবুহু সে রকমই দ্বিধাহীনভাবে বিশ্বাস করি।”
[আল-ফিকহুল আকবার]