শুক্রবার, ২৬ জুন, ২০১৫

“সালাফী দাওয়াহ নিয়ে সালাফি ভাইদের মাঝে বিভ্রান্তি”

সালাফী দাওয়াহ নিয়ে সালাফি ভাইদের মাঝে বিভ্রান্তি
_______________________________
যেই সমস্ত সালাফী/আহলুল হাদীস ভাইয়েরা সহীহ আকীদা প্রচার বা দাওয়াতের নামেঃ
১. ইজতেহাগত মতবিরোধ ও মানবীয় ভুলের কারণে সম্মানী ব্যক্তিদের সাথে অসম্মান ও বেয়াদবীতে লিপ্ত,
২. যারা সাধারণ মানুষের কাছে হক্ক পৌঁছে দেওয়া ও স্পষ্ট করে তুলে ধরার পরিবর্তে মানুষকে দ্রুত মনপূজারী, বিদাতী, হিজবী সহ বিভিন্ন অসৌজন্য মূলক লেবেল দিতে তৎপর,
৩. যারা দলিল-প্রমান দিয়ে মানুষের ভুল তুলে ধরে তা প্রত্যাখ্যান করার চাইতে কোন ব্যক্তিকে আক্রমন করা এবং এনিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য ও কটাক্ষ করাকে
নিজেদের অবসর সময় কাটানোর জন্য সর্বোত্তম পন্থা মনে করে ধোঁকার মাঝে আছেন, তাদের জন্য নিচে কিছু বক্তব্য তুলে ধরা হলো।
_______________________________
মহান আল্লাহ তাআলা বলেন,
আল্লাহর রহমতেই আপনি তাদের জন্য কোমল হৃদয় হয়েছেন পক্ষান্তরে আপনি যদি রাগ ও কঠিন হৃদয় হতেন, তাহলে তারা আপনার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতো। কাজেই আপনি তাদের ক্ষমা করে দিন এবং তাদের জন্য মাগফেরাত কামনা করুন এবং কাজে কর্মে তাদের পরামর্শ করুন।
সুরা আলে ইমরানঃ ১৫৯।
মহান আল্লাহ তাআলা আরো বলেন,
মানুষের সাথে উত্তম কথা বলো।
সুরা আল-বাক্বারাহঃ ৮৩।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
(ক) নিশ্চয়ই এই দ্বীন (ইসলাম) সহজ।
(খ)  তোমরা (দ্বীনকে) সহজ করে পেশ করো, কঠিন করোনা।
(গ) মানুষকে সুসংবাদ দাও, মানুষকে হতাশ করোনা।
(ঘ) যারা দ্বীনের মধ্যে কাঠিন্য আরোপ করবে, তারা কাঠিন্যের কাছে পরাজিত হবে।
জনৈক জ্ঞানী ব্যক্তি বলেন,
যে ব্যক্তি মুসলমানদের উপকারে মত্ত হতে চায় তার জন্য শিষ্টাচার অপরিহার্য।
আল-ইসতি'দাদ লি ইয়াওমিল মাআ'দ (পরকালের পাথেয়), ইমাম ইবনে হাজার আসকালনী (রহঃ)।
_______________________________
সর্বশেষ, যারা মনে করেন দাওয়াতের নামে যা ইচ্ছা বলে রসনার স্বাদ মেটাবো যার ফলে মানুষ আমাকে ঘৃণা করা শুরু করবে, আর এটাই বুঝি আমার দাওয়াতের সফলতা, তাদের চিন্তা-ভাবনার জন্য একটা হাদীস পেশ করছি।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুমিনের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন এইভাবে, মুমিন নিজে আকৃষ্ট হবে এবং অন্যকে আকৃষ্ট করবে। সেই ব্যক্তির মাঝে কোন কল্যান নেই যেই নিজে আকৃষ্ট হয়না এবং যার দিকে অন্য কেউ আকৃষ্ট হয়না।
সিলসিলাহ সহীহাহঃ ৪২৭।

_______________________________