শনিবার, ২৭ জুন, ২০১৫

কাফের-মুশরেকদের স্বভাবঃ তাক্বলীদে আবা

কাফের-মুশরেকদের স্বভাব, #তাক্বলীদে_আবা

যুগে যুগে নবী-রাসুলরা যখন তাদের জাতিকে মূর্তিপূজা, তাগুত ও শিরক পরিত্যাগ করে এক আল্লাহর দিকে, তাওহীদের দাওয়াত দিতো তখন কাফের-মুশরেকদের হক্ক না মানার প্রধান একটা কারণ হচ্ছে - তাকলীদে আবা। তাকলীদ মানে অন্ধভাবে কোনকিছুর অনুকরণ বা অনুকরণ করা, সেটা সঠিক আর ভুল যাই হোক না কেনো। তাকলীদে আবা অর্থ বাপ-দাদা বা পূর্বপুরুষদের অন্ধ অনুসরণ করা। নবী রাসুলদের তাওহীদের দাওয়াতের বিরোধীতা করে তারা বলতো, তাহলে কি আমাদের বাপ-দাদারা এতোদিন ভুল করে এসেছে, যদিও তাদের বাপ-দাদারা সঠিক পথের উপরে ছিলোনা। অথবা, কোন কথা নতুন মনে হলে তারা বলতো, আমাদের আগের ধর্মে এমন কোন কথাতো শুনি নাই!

যাইহোক, এই রকম তাকলীদ বা অন্ধভাবে অনুসরণ করার স্বভাব বর্তমান যুগের মুসলমানদের মাঝেও ঢুকে গেছে। শিরক বেদাতের বিরুদ্ধে তাদেরকে সতর্ক করলে তারা বলে, আমাদের বাপ-দাদারা কি এতোদিন ভুল করেছে নাকি? এতো বড় বুজুর্গ বলেছে ভুল হতেই পারেনা, আমাদের এতো এতো আলেম-বুজুর্গ তারা কি বুঝেনা নাকি?


ক্বুরান-হাদীসের বিপরীতে সারা দুনিয়ার মানুষও যদি বিরোধীতা করে, তাহলেও সারা দুনিয়ার মানুষই ভুল।