প্রশ্নঃ যারা সুন্নী, সালাফী বা আসারি আকীদাহর
বিরোধীতা করে, তাদের ব্যপারে আমাদের দৃষ্টিভংগি কেমন হওয়া উচিত?
উত্তরঃ ইমাম আবু জাফর আহমাদ ইবনে মুহাম্মদ রাহিমাহুল্লাহ
(যিনি ইমাম তাহাবী নামে বেশি পরিচিত), আকীদাহর উপরে লেখা তাঁর অনন্য বইয়ে প্রায় ১০২টি
পয়েন্টে “আহলে সুন্নাত ওয়াল জামআ’তের” আকীদাহ বর্ণনা করার
পর ১০৩ নাম্বার পয়েন্টে উল্লেখ করেছেন:
“এই হচ্ছে আমাদের দ্বীন
এবং আমাদের আক্বীদাহ বা মৌলিক ধর্ম বিশ্বাস, যা প্রকাশ্যে এবং অন্তরে আমরা ধারণ করি।
যারা উল্লিখিত বিষয় বস্তুর বিরোধিতা করে, তাদের সঙ্গে আমাদের কোন সম্পর্ক নেই।” [আল-আক্বীদাহ আত-তাহাবীয়া]