বৃহস্পতিবার, ২৫ জুন, ২০১৫

“একটি আয়াতে কারীমা ও একটি ফতোয়া”

একটি আয়াতে কারীমা ও একটি ফতোয়া
_______________________________
শিরক ও বিদাত বর্জন করে ক্বুরান ও সুন্নাহ শিক্ষা করা এবং আঁকড়ে ধরা, সেইদিকে মানুষকে দাওয়াত দেওয়া এক প্রকার জিহাদ। মহান আল্লাহ তাআলা বলেনঃ
وَجَاهِدْهُم بِهِ جِهَادًا كَبِيرًا
উচ্চারণঃ ওয়া জাহিদহুমবিহী জিহাদান কাবীরা।
অর্থঃ আর আপনি এই কুরআন দিয়ে কাফেরদের সাথে কঠোর সংগ্রাম করুন।
[সুরা ফুরক্বানঃ ৫২]
_______________________________
শায়খ মুহাম্মদ বিন সালেহ আল-উসায়মিন রাহিমাহুল্লাহ বলেন,
দ্বীন শিক্ষা করা এক প্রকার জিহাদ, যে কারণে তালিবুল ইলম (দ্বীন শিক্ষার্থীদেরকে) যাকাত দেওয়া যায়।
[ফতোয়া আরকানুল ইসলাম]

_______________________________