শুক্রবার, ২৬ জুন, ২০১৫

“নিষিদ্ধ উসীলা” দিয়ে দুয়া করা থেকে সাবধানঃ

নিষিদ্ধ উসীলা দিয়ে দুয়া করা থেকে সাবধানঃ
হে আল্লাহ তুমি আমকে তোমার নবীর উসিলায়, অমুক পীর সাহেব বা জিন্দা-মুর্দা অলি-আওলিয়ার উসীলায় আমাকে মাফ করো অথবা আমার দুয়া কবুল করো. . .এমন দুয়া করা নিষিদ্ধ উসিলার অন্তর্ভুক্ত। এই ব্যপারে ইমাম আবু হানীফা রহঃ এর ফতোয়া দেখুন, এইভাবে দুয়া করা যাবেনা। ইমাম আবু হানীফা রাহিমাহুল্লাহ বলেছেনঃ একমাত্র আল্লাহকে উদ্দেশ্য করেই আল্লাহর নিকট দুআ করা ছাড়া অন্য কোন পন্থা অবলম্বন করা জায়েয নয়। আমি তাকে ঘৃণা করি, যারা বলেঃ অমুক অমুকের খাতিরে, অথবা নাবী রাসুলদের খাতিরে, অথবা পবিত্র (ক্বাবা) ঘরের খাতিরে, অথবা পবিত্র এলাকা (মুজদালিফার) খাতিরে (এই কথা বলে কোন কিছু পাওয়ার জন্যে দুয়া করে।’’
[শরাহ আকিদাহ আত-তাহাবীয়াহ; পৃষ্ঠা নঃ ২৩৭]
ইমাম আবু হানীফা (রহঃ) এবং তাঁর দুই ছাত্র এক ব্যাক্তিকে ধিক্কার দিয়েছিলেন, যে বলেছিলঃ আমি তোমার নিকট চাই অমুক অমুকের ওয়াসীলায়, অথবা পবিত্র ঘরের ওয়াসীলায় এবং পবিত্র এলাকার (মুজদালিফা) ওয়াসীলায়।
কারণ আল্লাহর উপর এদের কোনটিরই কোন কর্তৃত্ব বা ক্ষমতা নেই।

[আয-যোবাইদী শরাহ ইহীয়াহঃ ২/২৮৫]