জীবন থেকে নেওয়াঃ পর্ব - ২
ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে লেখা, ভুল
হলে আল্লাহ মাফ করুন।
- আনসারুস সুন্নাহ
______________________________
=> ধৈর্যহীন মানুষের এই পৃথিবীতে টিকে
থাকা খুব কঠিন।
=> সবাই ভুল করে, কেউ কেউ একটু বেশিই
করে।
=> দুনিয়ার সবচাইতে অসুখী মানুষ হচ্ছে
যে মায়ের উপরে অভিমান করে। মায়ের একটা কথাকে ছোট মনে করে উপেক্ষা করলে, হতে পারে তার
কারণে সারা জীবন দুর্ভোগ পোহাতে হতে পারে।
=> সম্মান অর্জন করা থেকে সম্মান রক্ষা
করা কঠিন।
=> আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়া
একেবারেই অসম্ভব।
=> সবাই চায় আল্লাহর বন্ধু হতে, কিন্তু
তার জন্য আমলকারী লোক খুব অল্প।
=> মানুষ চায় দুনিয়া, আল্লাহ পছন্দ
করেন পরকালের জন্য নেক আমল।
=> মানুষের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে তাক্বওয়া।
=> সবচেয়ে সুন্দর হচ্ছে সে, যার চরিত্র
সবচাইতে উত্তম।
=> ক্বুরান হচ্ছে রুহ বা আত্মা। যে
ব্যক্তি ক্বুরানের যত কাছে, সে ততবেশি জীবন্ত ও প্রাণবান। যে ব্যক্তি ক্বুরান থেকে
যত দূরে তার অন্তরটা ততটুকুই মৃত।
=> হক্ক ও বাতিলের দ্বন্দ্ব কেয়ামত
পর্যন্ত চলবে।
=> পাপ মানুষকে লাঞ্চিত করে, দুদিন
আগে বা পরে। দুনিয়া কিংবা আখিরাতে।
=> সত্যিকারের ঈমানদার হওয়া খুবই কঠিন,
ইল্লা মার-রাহিমাল্লাহ।
=> তাক্বদীর সম্পর্কে সঠিক ধারণা ও
দৃঢ় বিশ্বাস জীবনে সুখী হওয়ার জন্য খুবই জরুরী।
=> আমি সবচাইতে বড় জ্ঞানী ও আল্লাহওয়ালা
- এটা বোকা এবং অহংকারী লোকের ভ্রান্ত ধারণা।
- - - সকলের জন্য আল্লাহর কাছে শান্তি
ও নিরাপত্তা কামনা করে আজকে এখানেই শেষ করছি।