বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৫

বহুল প্রচলিত কিছু পাপাচার

বহুল প্রচলিত কিছু পাপাচারঃ
=> বেনামাযীর ঈমান নেই। কোন বেনামাযী মেয়েকে বিয়ে করা যাবেনা, কোন বেনামাযী ব্যক্তির কাছে মেয়ে বিয়ে দেওয়াও যাবেনা।

=> দাড়ি রাখা ওয়াজিব, যে ব্যক্তি দাড়ি রাখেনা সে একজন ফাসেক। এ ব্যপারে সমস্ত মাযহাবের আলেমরা একমত।

=> টাখনুর নিচে কাপড় পড়া চরম অপরাধ, মারাত্মক কবীরাহ গুনাহ। এই কাজ করে জাহান্নামে যেতে হবে, নাউযুবিল্লাহি মিন যালিক।

=> নারীদের জন্য হিজাব-পর্দা করে চলা বড় ফরয ইবাদত। পুরুষেরা নারীদের উপর দায়িত্বশীল। সুতরাং, কোন ব্যক্তির স্ত্রী-কন্যা বেপর্দা চলাফেরা করলে সেও বড় অপরাধী।

=> সুদ্ভিত্তিক ব্যাংক-বীমা প্রতিষ্ঠানে কাজ করা, ফিক্সড ডিপোজিট করা, শেয়ার কেনা হারাম, হারাম, হারাম। এর দ্বারা আল্লাহর অভিশাপের ভাগীদার হতে হবে।


=> ধূমপান করা, জর্দা, সিগারেট খাওয়া হারাম। এটা একটা নিকৃষ্ট অপচয় যা হার্ট এটাক করে মৃত্যুর প্রধান একটা কারণ।