শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৫

শাড়ী পড়া যাবে?


মুসলমানদের আদি নিবাস হচ্ছে মক্কা-মদীনা। আরব বিশ্বের কোথাও কেউই শাড়ি পড়েনা। শাড়ি হচ্ছে মূলত ভারতীয় মুশরেক হিন্দুদের পোশাক, যা পড়লে মহিলাদের পেট পিঠ উন্মুক্ত হয়ে থাকে, শরীরের অবয়ব প্রকাশিত হয় যা সম্পূর্ণ হারাম ও অশ্লীলতা। সুতরাং, শাড়ি কোন মুসলমান নারীর পোশাক হতে পারেনা। নারীদের দেখাশোনার দায়িত্ব পুরুষদের উপরে ন্যস্ত। সুতরাং, যেই সমস্ত পুরুষদের অধীনে নারীরা শাড়ি পড়ে বেপর্দা চলাফেরা করে, তারা বোকা এবং দাইয়ুস। যেই পরিবারের পুরুষেরা ঠিক থাকেনা, তাদের নারীরা ঠিক থাকেনা। আজকাল পুরুষেরা হয়ে গেছে গাফেল (উদাসীন), যেই সমস্ত পুরুষেরা স্ত্রী-সন্তানদের নিয়ন্ত্রনে রাখেনা, তারা ইহকাল ও পরকাল দোনো জাহানেই ক্ষতিগ্রস্থ।
কিছু প্রশ্নের উত্তরঃ
assa admin...tahole ki porbe???
ক্বামিস।
Vai shari jodi hijab mene pore taholeo ki haram hobe???
না হবেনা, কারণ হিজাব অর্থ হচ্ছে রেগুলার পোশাকের উপরে আলাদা একটা কাপড় বা চাদর দিয়ে সারা শরীর ঢেকে দেওয়া।
vai shari pora haram kothay pailen? hadith soho proman den.
শাড়ি পড়লে মহিলাদের পেট পিঠ উন্মুক্ত হয়ে থাকে, শরীরের অবয়ব প্রকাশিত হয় যার কারণে পুরুষদের কাছে আকর্ষণীয় লাগে। পর পুরুষদের আকৃষ্ট করে এমন পোশাক পড়া সম্পূর্ণ হারাম ও অশ্লীলতা।