শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৫

নারী নেতৃত্ব

নারী নেতৃত্বকে আমরা হারাম বলিনি, ইসলাম এটাকে হারাম বলেনি। নারী নেতৃত্বকে ইসলাম হারাম বলেনি।
জামাতে ইসলামীর মুফতি, দেলোয়ার হোসেন সাঈদী।

আমি ক্বুরান, হাদীস, ইজমা, ক্বিয়াস এবং মুসলিম খেলাফত ও কানুনের যে ইতিহাস ও ঐতিহ্যের সাথে মিলিয়ে দেখলাম, এর কোথাও মুসলিম আইনের সাথে, ক্বুরানী আইনের সাথে নারী নেতৃত্বের কোন সংঘাত নেই। আজ থেকে ৫০০০ বছর পূর্বে মুসলমান জাতির গোড়াপত্তন হয়েছিলো নারী নেতৃত্বের মধ্য দিয়ে।
আওলামী লীগের মুফতি, গোলাম মাওলা রনি।

বিঃদ্রঃ ক্বুরান, হাদীস, ইজমা (আলেমদের ঐক্যমত) ও ক্বিয়াস (যুক্তি) অনুযায়ী নারী নেতৃত্ব একটি অগ্রহণযোগ্য ব্যবস্থা। রাজনীতি করতে গেলে কিছু মিথ্যা কথা বলতে হয়। সমস্যা হচ্ছে মানুষ যখন মুসলমান বেশ-ভূষা নিয়ে ভোট পাওয়ার জন্য, নেতাদেরকে খুশি করার জন্য ইসলাম সম্পর্কে মিথ্যা কথা বলে তখন।

দেলোয়ার হোসেন সাঈদীর বক্তব্যের লিংক
https://www.facebook.com/video.php?v=10205902288387040&fref=nf

গোলাম মাওলা রনির বক্তব্যের লিংক
https://www.facebook.com/video.php?v=1674957009398283&fref=nf

নারী নেতৃত্ব ইসলাম বহিঃর্ভূত

https://www.facebook.com/Back.to.Allah.bangla/posts/1108720025827410:0