নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
“আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া” - আলেম ওলামারা হচ্ছেন
নবী-রাসূলদের ওয়ারিশ বা উত্তরাধিকারী।
আহলে সুন্নাত ওয়াল জামআ’তের শীর্ষস্থানীয় আলেম
যারা বিগত শতাব্দীতে জন্মগ্রহণ করেছেন এবং ইতিমধ্যে আমাদেরকে ছেড়ে পরকালের জীবনে পাড়ি
দিয়েছেনঃ
১. ইমাম আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, যিনি
শায়খ বিন বাজ নামে বেশি পরিচিত। তিনি সৌদি আরবের বিগত প্রধান মুফতি ছিলেন।
জন্মস্থানঃ সৌদি আরব। মৃত্যু ১৯৯৯।
২. ইমাম মুহাম্মদ নাসির উদ্দিন আলবানী (রাহিমাহুল্লাহ)।
তিনি বিগত কয়েক শতাব্দীর মাঝে শ্রেষ্ঠ মুহাদ্দিস বা হাদিসের উপর
বিজ্ঞ আলেম ছিলেন। শায়খ বিন বাজ, শায়খ মুকবিল সহ অনেক আলেম তাকে বিগত শতাব্দীর “মুজাদ্দিদ” বলেছেন।
জন্মস্থানঃ আলবেনিয়া। মৃত্যু ১৯৯৯।
৩. আল্লামাহ, ফকীহ, শায়খ মুহাম্মাদ বিন সালিহ আল-উসাইমিন।
তিনি ফিকহের উপরে বড় আলেম ছিলেন, অনেক তাকে “যুগের ইমাম শাফেয়ী” বলে আখ্যায়িত করেছেন।
জন্মস্থানঃ সৌদি আরব। মৃত্যু ২০০১।
আহলে সুন্নাত ওয়াল জামআ’তের শীর্ষস্থানীয় আলেমদের
মাঝে যারা এখনো আমাদের মাঝে জীবিত আছেনঃ
১. আল্লামাহ, শায়খ সালিহ আল-ফাওজান (হা’ফিজাহুল্লাহ)
বর্তমান দুনিয়াতে সবচাইতে বড় আলেমদের মধ্যে একজন। আকীদাহ ও ফিকহের
উপরে তাঁর অনেক কিতাব রয়েছে।
জন্মস্থানঃ সৌদি আরব।
২. মুহাদ্দিস, শায়খ আব্দুল মুহসিন বিন আল-আব্বাদ (হা’ফিজাহুল্লাহ)
তিনি হাদীসের উপরে ম্নদীনার বড় আলেম। অত্যন্ত প্রবীন এই শায়খ নিয়মিত
মদীনাহ ইসলামিক ইউনিভার্সিটিতে ও মদীনার হারামে দারস দেন। তার অনেক ছাত্র রয়েছে।
জন্মস্থানঃ সৌদি আরব।
৩. আল্লামাহ শায়খ উয়াসী উল্লাহ আব্বাস (হা’ফিজাহুল্লাহ)।
তিনি কাবার ডেপুটি মুফতি এবং মসজিদুল হারামের একজন সম্মানিত শিক্ষক।
জন্মস্থানঃ ভারত।