প্রসংগঃ
“দাইয়ুস”
=>
উম্মতের পুরুষেরা সংশোধন হলে এর নারীরাও ঠিক হবে”
মহান
আল্লাহ্ তাআ’লা বলেন,
الرِّجَالُ قَوَّامُونَ عَلَى النِّسَاء
উচ্চারণঃ
আর-রিজালু ক্বাওয়্যামুনা আ’লান-নিসা।
অর্থঃ
পুরুষেরা নারীদের উপর কর্তৃত্বশীল।
Men
are the protectors and maintainers of women.
রাসুলুল্লাহ
সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম বলেছেন,
“তোমাদের
প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককেই তার অধীনস্থদের রক্ষণাবেক্ষণ সম্পর্কে
প্রশ্ন করা হবে। একজন পুরুষ তার পরিবার ও সংসারের জন্য দায়িত্বশীল এবং তাকে তার রক্ষণাবেক্ষণ
ও দায়িত্ব পালন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। স্ত্রীলোক তার স্বামীর ঘরের রক্ষণাবেক্ষণকারী
এবং তাকে সে সম্পর্কে জবাবদিহি করতে হবে. . .অতএব তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এব
প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব পালন সম্পর্কে জবাবদিহি করতে হবে।”
সহিহুল
বুখারীঃ ৭/৪১ হাদীস নং- ৫২০০।
#দাইয়ুস
কে?
উত্তরঃ
যে আপন স্ত্রীকে বেপর্দায় বাহির হতে বাঁধা দেয়না, সে ব্যক্তি দাইয়ুস।
-
আল-ইসতি’দাদ লি-ইয়াওমিল মাআ’দ (পরকালের পাথেয়), ইমাম ইবনে হাজার আসকালানী
রাহিমাহুল্লাহ।
রাসুলুল্লাহ
সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম বলেছেন,
“তিন
ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেনঃ
১.
যে ব্যক্তি মদ তৈরী করে,
২.
যে ব্যক্তি পিতা- মাতার নাফরমানী করে এবং
৩.
দাইয়ুস (যে ব্যক্তি নিজ পরিবারের মাঝে অশ্লীলতাকে প্রশ্রয় দেয়)।
[মুসনাদে
আহমাদঃ ৫৮৩৯]
“দাইয়ুস” বলা হয় ঐ ব্যক্তিকে, যে তার স্ত্রী ও পরিবারের
অন্য সদস্যরা অশ্লীল কাজ বা ব্যভিচার করলে সে ভাল মনে করে গ্রহণ করে অথবা প্রতিবাদ
না করে চুপ থাকে। উপরের হাদিসটির ব্যাখ্যা ব্যাপক। এখানে মূল বিষয় হল ফাহেশা বা অশ্লীলতা।
যে ব্যক্তি নিজ ঘরে ইসলাম অনুশাসন পালনে শিথিলতা করে, ছেলে-মেয়েদের হিজাব পালন করতে
উৎসাহ দেয় না বা আদেশ করেনা, ঘরে অশ্লীল ও বিজাতীয় নাটক-সিনেমা, গান-বাজনা চলে, এর
কোন প্রতিবাদ করে না. . .যে ব্যক্তি এমন শরীয়াহ বিরোধী অশ্লীলতাকে মেনে নেয় – সেই ব্যক্তি হল “দাইয়ুস।”