বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৫

ফেইস বুক = ফেতনা বুক

।।। ফেইস বুক = ফেতনা বুক ।।।

ফেইসবুকে কয়েকটি প্রধান ফেতনার নামঃ
১. বিভ্রান্ত, বিদাতী ও জাহেল লোকেরা যারা দাওয়াতের নামে মানুষকে গোমরাহ বানায়।
২. সময়ের অপচয়। জীবন হচ্ছে মানুষের সময়ের সমষ্টি। সুতরাং সময়ের অপচয় মানে জীবন নষ্ট হওয়া।
৩. নারী ও পুরুষের ছবির ফেতনা, চাই সেটা যাই হোক নারী অথবা পুরুষ, হিজাবী, আধা হিজাবী বা মডার্ণ হিজাবী। ফেইসবুক, ইন্টারনেটে মানুষের ছবি মানেই ফেতনা।
৪. গায়ের মাহরাম নারী অথবা পুরুষের সাথে কথা বলা, বন্ধুত্ব, সম্পর্ক, প্রেম-ভালোবাসা।
৫. ফেইসবুকের মায়াবী দুনিয়া ও তার মানুষগুলোর প্রতি মোহ।
৬. গীবত, বাকোয়াজ, বেহুদা কথা ও কাজ।
৮. অজ্ঞ লোকদের কাজকর্ম দেখা ও তাদের কথা শোনা বা পড়া।
৯. অশ্লীল কথা, ছবি ও বিজ্ঞাপন দেখা।
১০. নাটক, সিনেমা, গান, কবিতা ও গল্প পড়া।
১১. অপ্রয়োজনীয় আড্ডা।
১২. নিজেকে, নিজের পরিবারকে ও নিজের ঈমান-আমল মানুষের মাঝে প্রচার করতে চাওয়ার অসুস্থ প্রতিযোগিতা।
১৩. মিথ্যা খবর প্রচার করা।

১৪. কথিত ইসলামিক সেলেব্রিটি ও ইসলামিক পেইজ নাম দিয়ে মানুষকে বিভ্রান্ত করা।