শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৫

মুমিনদের জীবনে আল্লাহর পরীক্ষা অবশ্যই আসবে

মুমিনদের জীবনে আল্লাহর পরীক্ষা অবশ্যই আসবেঃ 
এবং অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, সম্পদ ও জীবনের ক্ষতি ও ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। (হে নবী!) আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদেরকে। (ধৈর্যশীল হচ্ছে তারাই) যখন তারা বিপদে পড়ে, তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তাঁরই সান্নিধ্যে ফিরে যাবো। তারাই হচ্ছে সে সমস্ত লোক, যাদের প্রতি আল্লাহর অফুরন্ত অনুগ্রহ ও রহমত রয়েছে এবং এসব লোকেরাই হচ্ছে হেদায়েতপ্রাপ্ত।
সুরা আল-বাক্বারাহঃ ১৫৬।

নবী রাসুল, তাঁদের সাহাবী এবং আল্লাহর নেককার বান্দাদের উপরেও বড় বিপদ এসেছিলোঃ
তোমাদের কি মনে কর যে, তোমরা এমনিতেই জান্নাতে চলে যাবে, অথচ তোমরা তাদের মতো অবস্থা অতিক্রম করনি যারা তোমাদের পূর্বে অতীত হয়েছে। তাদের উপর এসেছিলো বিপদ ও কষ্ট। আর এমনিভাবে তারা কম্পিত হতে হয়েছিলো যে এমনকি নবী ও তাঁর প্রতি যারা ঈমান এনেছিল তাদেরকে পর্যন্ত একথা বলতে হয়েছিলো যে, কখন আসবে আল্লাহর সাহায্যে! আর তোমরা জেনে রাখো, আল্লাহর সাহায্য অতি নিকটেই রয়েছে।

সুরা আল-বাক্বারাহঃ ২১৪।