বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৫

বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের শেষ পরিণতি

হারাম কাজে আনন্দটা সাময়িক, কিন্তু তারা ক্ষতি ও বেদনাটা দীর্ঘস্থায়ী

গত বছর (২০১৪ সালের ২রা ফেব্রুয়ারী) ভ্যালেন্টাইন ডে নামের অসভ্য সংস্কৃতির উপরে আমি লিখেছিলাম, বিয়ে ছাড়া প্রেম-ভালোবাস/ রিলেশান/ এফেয়ার করা কি হারাম - এই শিরোনামে একটা পোস্ট। আমাদের সেই পোস্টে এক ভাই মন্তব্য করেছিলেন,

আল্লাহ্‌ আমাদের ক্ষমা করে দাও। আমার কান্না আসতেছে, আমি কেনো প্রেম করতে গেছিলাম? আমিতো সরে এসেছি কিন্তু ঐ মেয়েটা এখন অন্য আরেকটা ছেলের সাথে ছিহ. . .ঘিন্না লাগে!!

শায়খুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়্যা রহঃ বলেছেন, যখন একজন মানুষ আরেকজনকে আল্লাহর অবাধ্যতার কাজে সাহায্য করে, তাদের সম্পর্কের শেষ হয় একজন আরেকজনকে ঘৃণার মধ্য দিয়ে।


বর্তমান যুগের প্রেমিক-প্রেমিকাদের যৌনতায় ঢাকা অন্ধ ভালোবাসার শেষ পরিণতিগুলোর দিকে লক্ষ্য করলে এই কথাটার সত্যতা টের পাওয়া যায়।